ছোট বাচ্চাদের মুখে ঘা হলে কি ঔষধ
মুখে ঘা বা মাউথ আলসার এই ধরনের জটিল সমস্যা বিশেষ করে শিশুদের মাঝে দেখা যায়। আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা জানতে চাই যে ছোট বাচ্চাদের মুখে ঘা হলে কি ওষুধ খাওয়ানো যায়। এছাড়া মুখের ভিতর সাদা ঘা হলে করণীয় কি এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। আজকে আমরা আপনাদেরকে জানাবো মুখে ঘা হলে কি ধরনের ওষুধ খাওয়াতে হবে। আর জানতে হলে অবশ্যই আপনাকে পুরো পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করতে হবে।
মুখে ঘা সাধারণত যাদের শরীরের ভিটামিনের ঘাটতি থাকে তাদের এই সমস্যা বেশি দেখা দেয় সেজন্য মুখের ক্ষত নিয়ে সাবধান হওয়াটা খুব বেশি জরুরী। তবে এই সমস্যা কিছু ঘরোয়া টোটকা মাধ্যমেই ভালো হয়ে যায়।
ছোট বাচ্চাদের মুখে ঘা হলে কি ঔষধ
শিশুদের মুখে আলসারের চিকিৎসার জন্য উপকারী আপনার বাচ্চার মুখের দুই পাশে কিছু সময় ধরে প্রভাবিত এলাকার চারপাশে লাগান। টক দই হলে আলসার দ্রুত নিরাময় হবে যা ক্ষত এলাকায় ব্যাকটেরিয়া দমন করে। আমাদের মাঝে অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চাদের মুখে ঘা হয় যার ফলে কোন কিছু খাইতে পারে না। কোন কিছু খেতে হলে মুখে জলে অনেক রকমের সমস্যা দেখা দেয়। এই মুখের ঘা ভালো করার জন্য যে ওষুধ ব্যবহার করবেন আপনি চাইলে টক দই দিয়ে মুখের ঘা ভালো করতে পারবেন।
আরো পড়ুনঃ সকালে ঘুম থেকে উঠে মুখ তিতা লাগে কেন
কি ওষুধ ব্যবহার করলে মুখের ঘা ভালো হবে জেনে নেই। আপনি চাইলে ওষুধ ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে বাচ্চার মুখের ঘা ভালো করতে পারবেন। খোলা ক্ষত দ্রুত নিরাময় করতে এবং সংক্রমণ থেকে এলাকাটিকে রক্ষা করতে আপনি আলসারে মধু লাগাতে পারেন। আপনি আপনার সন্তানকে টান্স এর মত একটি এন্টাসিড ট্যাবলেট দেওয়ার চেষ্টা করতে পারেন। এবং তাদের মুখে বলতে পারেন এগুলি মুখের এসিড গুলিকে নিরপেক্ষ করতে পারে এবং শেষ পর্যন্ত দ্রুত ঘা নিরাময় সহায়তা করে অনেক
মুখের ভিতর সাদা ঘা হলে করণীয়
আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে অনেকক্ষণ মুখের ভিতরে ঘা হয় এটা ছোট বড় সবার মুখের ভিতরে হয়ে থাকে। মুখের ভিতর যে সাদা ঘা হয় সেটা কিভাবে ভালো করবেন এইটা অনেকে জানে না। অনেকে মনে করে এগুলা হলে আবার ভালো হয়ে যায় কিন্তু মুখে যখন খাওয়া হয় তখন ঠিক মতন কোন কিছু খেতে পারে না মুখ জ্বালাপোড়া করে। এই সাদা ঘা কিভাবে ভালো করবেন আসুন জেনে নেই।
গরম পানিতে হালকা একটু নুন মিশিয়ে ফুলকুচি করলে আপনার মুখের ঘা কমতে পারে বেকিং সোডা ঘা সারাতে খুবই উপকারী এটা কাজ করে এটি পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ফলে গায়ে জ্বালা ভাব কমে আধা কাপ জলে জ্যোতি এক চামচ বেকিং সোডা মিশিয়ে কুলকুচি করতে পারেন তাহলে এটা আপনার মুখের জন্য অনেক বেশি উপকারী। ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টিইন প্লেমেটরি এবং এন্টি মাইক্রোবিয়াল উপকার যা মুখের ভিতরের ঘা এর ব্যথা জ্বালা কমাতে এবং ক্ষতস্থান দ্রুত খুব বেশি সাহায্য করে।
তুলোর মধ্যে ভার্জিন কোকোনাট অয়েল লাগিয়ে তা ক্ষতস্থানে ব্যবহার করতে হবে। নুন জলের সাহায্য মুখের ভেতরের ঘা এর ব্যথা জ্বালাপোড়া কমানো যায়। মুখের ঘা কমাতে আমাদের যেসব খাওয়া উচিত ব্যথা পোষণ করার জন্য অন্যান্য ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করা ঠান্ডা খাবার এবং তরল যেমন পক্সি কলস চিপস হেমায়েত দই শরবত বা আইসক্রিম খাওয়া নরম আদ্র খাবার খাওয়া যাতে সহজে গিলতে পারে এই ধরনের খাবার খেলে আমাদের গলাতে ব্যথা হবে না আমার সহজে সেই খাবারটা গিলতে পারবো
কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়
আমাদের মুখে যখন ঘা হয় তখন আমরা অনেক অসুবিধার ভেতরে থাকি ঠিকমতো খাবার খেতে পারি না খাবার বলতে পারে না গলায় ব্যথা করে কিসের জন্য আমাদের গলাতে এই ঘা হয় এটা হয়তো অনেকে জানে না আরো অনেকে জেনেও বুঝতে পারে না আমাদের শরীরে যখন ভিটামিন বি12 এর কমতি থাকে তখন মূলত আমাদের মুখে ঘা হয় ভিটামিন বি12 এর কম মাত্রায় উপস্থিতি মানুষের জিহ্বায় ঘা সৃষ্টি করতে পারে এবং জিহবা ফুলে যেতে পারে।
মানুষের স্বাদ অনুভূতিকে প্রভাবিত করতে পারে। অ্যানিমিয়া যা ভিটামিন বি12 এর অভাবের প্রতিক্রিয়া ধরুন একজন ব্যক্তির শ্বাসকষ্ট হতে পারে ভিটামিন বি12 এর কারণে আমাদের বিভিন্ন রকমের রোগের সমস্যা সৃষ্টি হয় ভিটামিন বি12 আমাদের শরীরের যদি কম থাকে তাহলে যে সব রোগগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ভিটামিন বি12।
এর অভাব রয়েছে এমন ব্যক্তিদের স্নায়বিক লক্ষণ এবং অথবা রক্ত তা ছাড়াই ক্ষতি হতে পারে। লাল রক্ত কণিকার অভাব ভিটামিন বি12 এর অভাবের সাধারণ শারীরিক লক্ষণ গুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। খুব ক্লান্ত বা বোধ করা বমি বমি ভাব বমি বা ডায়রিয়া অনুভব করা এগুলো যদি দেখা যায় তাহলে মনে করবেন শরীরে ভিটামিন বি ওয়ান টু এর অভাব আছে
বাচ্চাদের মুখের ঘা এর মলম
অনেক সময় ছোট বাচ্চাদের মুখে ঘা হয় কিন্তু ছোট বাচ্চারা তো আর বড় বড় ওষুধ ট্যাবলেট ওষুধ খেতে পারবে না যে কারণে তাদের মুখের ঘা হলে মলম ব্যবহার করা উচিত মুখের ঘা দূর করার জন্য অ্যান্টি মাইক্রোবিয়াল মাউথ ওয়াশ মুখের ভিতর ধোঁয়ার জন্য মুখ ব্যবহার করা হয় এনালাল জেসিকা হল ঘায়ের ওপর লাগানোর জন্য একটি অ্যান্টিইনফ্ল্যামেটরি মলম। ঘরোয়া উপায়ে কিভাবে ছোট বাচ্চাদের মুখের ঘা ভালো করা যায়।যে শিশুর মুখের ঘা সারাতে বিস্ময়কর কাজ করে।
- ভালো ফলাফল পেতে শিশুর মুখের আক্রান্ত স্থানে দিনে অন্তত তিনবার ঘি ব্যবহার করুন
- ঘি দ্রুত খতনেরাময় করে ও ব্যথা কমায়
- নারিকেল ও দুধ দিয়ে গা গোল করলে ব্যথা ও জ্বালা কমবে
- এলোভেলার জেল পানিতে মিশিয়ে শিশুকে গুলি করতে বলুন
- দই দিও শিশুর মুখের ঘা নিরাময় করা যায়
- মধু জীবাণু নাশক হিসেবে কাজ করে
- এগুলো যদি আপনি এক থেকে তিন বছর বয়সী শিশুর মুখের ঘা ভালো করতে চান তারা এইসব পদ্ধতি গুলো যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই সেই শিশুর মুখের ঘা ভালো হয়ে যাবে
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আপনারা হয়তোবা এত সময় জেনে গেছেন ছোট বাচ্চাদের মুখে গা হলে কি ওষুধ খেতে হবে। এছাড়া মুখের ভিতর সাদা অংশ ঘা হলে করণীয় বাচ্চাদের মুখে ঘা এর মলম কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয় এগুলো সম্পর্কে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য জানা হয়ে গেছে। ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় মুখের ভিতরে ছোট ছোট ঘা এর মত এ সময় তাদের পানি পান করতে সমস্যা হয়।
আর মুখে সমস্যা বড়দের থেকে ছোটদেরই বেশি দেখা যায়। এটি প্রধান কারণ হচ্ছে ভিটামিন কারো শরীর যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে তার মুখে ঘা হবে। আপনি যদি আমাদের পুরো পোস্টটা পড়েন তাহলে অনেক বেশি উপকৃত হবেন। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url