এডিট করা সফটওয়্যার সম্পর্কে জেনে নিন
আমাদের মাঝে অনেক মানুষ আছে তারা এডিট করার সফটওয়্যার সম্পর্কে জানতে চাই। এ ছাড়া মোবাইল দিয়ে ছবি এডিট করা যায় কিভাবে সেই সম্পর্কেও অনেকের ধারণা থাকে না। আজকে আমরা আপনাদেরকে জানাবো এডিট করা বেশ কিছু সফটওয়্যার এর নাম সম্পর্কে। আর জানতে হলে অবশ্যই আপনাকে পুরো পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি বুঝতে পারবেন।
অনেকে আছে ছবি এডিট করতে চাই ছবি সুন্দর করার জন্য। বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে আপনি ছবি খুব সুন্দর ভাবে এডিট করতে পারবেন গুগল থেকে। এবং মোবাইলের মাধ্যমে এডিট করতে পারবেন।
ভূমিকা
বর্তমান সময়ে আমরা সবাই চাই যে একটি ছবিকে সুন্দর ভাবে সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে। ছবি এডিটিং করতে সবাই পছন্দ করে কারো কারো পেশা কারো কারো আবার নেশা। সব মানুষেরই এডিটিং সবটা থেকে যায় সবাই চাই অন্য মানুষের এডিট করা ছবিগুলোর মতন করে নিজের ছবিগুলো এডিট করতে। এমন কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনি খুব সুন্দর ভাবে ছবি এডিটিং করতে পারবেন। এছাড়া মোবাইল দিয়ে ভালো ছবি এডিট করা যায় গুগল ছবি এডিট করা যায় বিভিন্ন ধরনের ছবিকেই এডিট করা সম্ভব হয় কিছু সফটওয়্যার এর মাধ্যমে।
এডিট করা সফটওয়্যার
আমাদের দেশে এখন এমন কোন ছবি বা ভিডিও নাই যেগুলো এডিট করা হয় না। সবাই ছবি ভিডিও এডিট করে তারপরে সেগুলা পাবলিশ করে। এই এডিট করার জন্য কিছু ভালো সফটওয়্যার আছে যেগুলোতে যে ব্যবহার করে খুব তাড়াতাড়ি ভালোভাবে এডিট করতে পারবে। এই ইডিট সফটওয়্যার বিভিন্ন রকম আছে যার যেটা ভালো লাগে সে সেটাই ব্যবহার করে।
তবে এর মধ্যেও কিছু ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলো সন্ধান অনেক ছেলে-মেয়ে জানে না। কোনটা দিয়ে ভালো এডিট করা যাবে এটাও অনেকে জানে না। তো কোনটা দিয়ে ভালোভাবে ছবি ভিডিও এডিট করতে পারবেন সে সম্পর্কে বলি আর যে সফটওয়্যার গুলো দিয়ে এডিট করতে পারবে সেই সফটওয়্যার গুলোর নাম কি।
এখনকার সময় প্রতিটা ছেলে মেয়ের ভিডিও এডিট করার আর পিক এডিট করার জন্য সফটওয়্যার দরকার থাকে। কিংবা অ্যাপস এর দরকার কারণ এখন সবাই কম বেশি facebook youtube এ ভিডিও করেন। আর এই ভিডিও এডিট করার জন্য ভালো একটি সফটওয়্যার বা এপ্স এর প্রয়োজন থাকে। ভিডিও এডিট করার জন্য সবথেকে ভাল সফটওয়্যার কোনটা আসুন জেনে নেই।
- Adobe Lightroom
- Picsart
- Snapsheed
- Canva
- AfterFocus
- Capcur
- Kinemaster
- Inshot
- Youcam
- Airbrush
- Snow
- Epik
- Vsco
মোবাইল দিয়ে ছবি এডিট
একটা সময় ছিল যখন আমাদের পিক বা ছবি এডিট করার জন্য কম্পিউটার ল্যাপটপ এগুলোর প্রয়োজন হতো। কিন্তু এখন আস্তে আস্তে দিন এমন জায়গায় চলে এসেছে যেখানে আমরা ঘরে বসেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ছবি ইডিট করতে পারি। এখন আমাদের দেশে অনেক ধরনের ছবি এডিট করার জন্য সফটওয়্যার বা অ্যাপস তৈরি হয়েছে।
একেক জন একেকটা অ্যাপস ব্যবহার করে। কিন্তু এর মধ্যেও কিছু অ্যাপস আছে যেগুলা আপনি ব্যবহার করে খুব সহজে ছবি এডিট করতে পারবেন। আবার কিছু কিছু অ্যাপস আছে যেগুলোতে আপনি একটা ক্লিক করে ইডিট ছবি করে ফেলতে পারবেন। কি অ্যাপস ব্যবহার করে মোবাইল দিয়ে সহজে আপনার ছবি এডিট করবেন সেটা জেনে নিন।
- Snapsheed
- Adobe Lightroom
- Picshart
- Pixlr
- Adobe Photoshop
- Instragram
- Google Photos
- Pixtica
- Pixma
- Facetune
- Afterlight
- VSCO
- Touch Retouch
- Photoshop Express
- Prisma Art Effect
ছবি এডিট করার ভালো সফটওয়্যার
ছবি তো আমরা সবাই তুলি কিন্তু ছবিটা কে ভালোভাবে ডিলিট করতে সবাই পারিনা। একটা ছবিকে আপনি কিভাবে ভালো করে এডিট করবেন এটা হয়তো অনেকের জানা নাই। ছবি যেমনই হোক যদি ভালো করে ইডিট করতে পারেন আর ছবিটা যদি একটু ভালো করে তুলতে পারে তাহলে ছবিটা এডিট করার পরে অনেক বেশি সুন্দর হয় দেখাই।
তবে এখন ছবি এডিট করার জন্য সবথেকে যে অ্যাপসটা বেশি চলছে সেটা Adobe Lightroom, Picshart Snapsheed এই তিনটা অ্যাপ সব থেকে বেশি এখন চলছে। এই অ্যাপস গুলো দিয়ে খুব সুন্দর ভাবে পিক এডিট করা যায়। আর এই অ্যাপস গুলো এখন সবার ফোনেই পাওয়া যাচ্ছে পিক এডিট করা বা ছবি এডিট করা খুব সহজ এই অ্যাপ। এখন বাজারে যেসব স্মার্টফোনগুলো আসছে সেগুলোর ক্যামেরা কিন্তু অনেক বেশি সুন্দর যে কারণে আপনার ছবি তুলার সময় অনেক বেশি সুন্দর আসে।
তারপরও যদি আবার এডিট করা হয় তাহলে আরো বেশি সুন্দর হয়। এখন প্রতিটা ছেলের কাছেই পেশা হয়ে গেছে ছবি ইডিট করা সবাই এখন অ্যাপ ব্যবহার করে আর ছবি এডিট করে। এর মধ্যে অনেকে আছে ছবি ইডিট করার কাজ করে ছবি এডিট করা একটা বিজনেস কিছু মানুষের কারন যারা ছবি ইডিট করতে পারে না তারা অন্যের কাছে থেকে ছবি ইডিট করে নেয়।
- Snapsheed
- Adobe Lightroom
- Picshart
- Pixlr
- Adobe Photoshop
- Snapsheed
- Adobe Lightroom
- Picshart
- Pixlr
- Adobe Photoshop
গুগল ছবি এডিট
শুধু যে অ্যাপ বা সফটওয়্যার দিয়ে ছবি এডিট করা যায় এটা ভুল। এখন গুগল থেকেও আপনি অনেক সুন্দর করে ছবি ইডিট করতে পারবেনা। google থেকে কিভাবে ছবি করতে হয় এইটা অনেক ছেলে মেয়ের জানা নাই। google থেকে ছবি এডিট করতে আরও বেশি সহজ মনে হবে আপনার কাছে। কিভাবে গুগোল থেকে ছবি এডিট করতে হয় জেনে নেয়া যাক। গুগল থেকে এডিট করতে যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ লাগবে এমনটা নয়।
আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে গুগল থেকে আপনার ছবি এডিট করে নিতে পারবেন। গুগল থেকে গুগল থেকে যেভাবে ছবি করবে প্রথমে আপনার ভালো থাকা মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে যাবেন যাওয়ার পরে Photos Google.com এখানে যাবেন। আপনার যে ছবিটি এডিট করবেন বা সম্পাদনা করতে চাচ্ছে সেই ছবিটা খুলুন। তারপরে একটি প্রস্তাবিত সম্পাদনা প্রয়োগ করতে পরামর্শের নামে ক্লিক করুন উদাহরণস্বরূপ কিছু ক্লিক উন্নত ক্লিক করুন।
শেষ কথা
প্রিয় পাঠক আপনারা হয়তোবা এত সময় জেনে গেছেন এডিট করার সফটওয়্যার সম্পর্কে। এছাড়া মোবাইল দিয়ে কোন সফটওয়্যার এর মাধ্যমে ছবি এডিটিং করা যায় গুগল ছবি ইডিট এগুলো সম্পর্কে আপনাদের জানা হয়ে গেছে। আসলে আমাদের মাঝে বেশ কিছু মানুষ রয়েছে তারা ছবি এডিটিং করতে বেশি পছন্দ করে। কিন্তু অনেক সময় দেখা যায় তারা ছবি এডিট করার জন্য বেস্ট সফটওয়্যার টা খুঁজে পাই না।
সেজন্য বিভিন্ন ধরনের তথ্য খোঁজাখুঁজি করে। আপনি যদি আমাদের পুরো পোস্টটা পড়ে থাকেন তাহলে অনেক উপকৃত হবেন এবং ছবি এডিটিং করার সফটওয়্যার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন। আজকের লেখা যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url