বিদ্যুৎ আমাদের কি কি কাজে লাগে
আজকে আমরা জানবো বিদ্যুৎ আমাদের কি কি কাজে লাগে ও বিদ্যুৎ কি থেকে তৈরি হয়। আপনি যদি পুরো পোস্ট মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন বিদ্যুৎ কি ধরনের কাজে ব্যবহার করা হয়। বিদ্যুৎ ছাড়া আমাদের আধুনিক সভ্যতা কখনো চিন্তা করাই যায় না আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন দেখা যায়। টেলিফোন, রেডিও, টেলিভিশন কলকারখানা, দোকান ,বাড়িঘর, ট্রেন এগুলো সব কিছুই সচল রাখতে বিদ্যুতের প্রয়োজন রয়েছে।
আজকাল বিদ্যুৎ ছাড়া কোন কাজ সম্পূর্ণভাবে হয় না সব কাজে বিদ্যুতের ব্যবহার হয়ে থাকে। টেলিফোন ব্যবহার বা রেডিও ব্যবহার করতে বিদ্যুৎকে আলোক শক্তি তাপ শক্তি যান্ত্রিক শক্তি এগুলোতে রূপান্তর করা হয়। এক কথায় বলা যায় বিদ্যুৎ এক প্রকার শক্তি।
বিদ্যুৎ আমাদের কি কি কাজে লাগে
বিদ্যুৎ আমাদের সব কাজেই ব্যবহার করা হয়। আমাদের দেশে এখন এমন কোন কাজ নাই যে সেটাই বিদ্যুৎ ব্যবহার হয় না। বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রে বৈদ্যুতিক জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এই জেনারেটরগুলির তাপ ইঞ্জিনে ফসিল জ্বালানী বা নিউক্লীয় ফিশন বিক্রিয়া ব্যবহৃত করা হয়। অনেক ক্ষেত্রে প্রবহমান জলধারা বা বায়ুর সঞ্চিত গতি শক্তিকেও বিদ্যুৎ শক্তি তৈরি করতে কাজে লাগে।
একটা বাড়িতে লাইট ফ্যান চালানোর জন্য বিদ্যুৎ এর প্রয়োজন থাকে। আপনি ভুয়ে বা ফসলে পানি দিবেন মটার থেকে সেই মটার চালাতেও বিদ্যুৎ ব্যবহার করা হয়। আমাদের এমন কোন কাজ নাই যে বিদ্যুৎ এর ব্যবহার হয়না। আমরা যেসব অটো গাড়িতে চলাজল করি সেটা চালাতে ব্যাটারি আর ব্যাটারি চারঞ্জ হলে তখন সেই গাড়ি চলে। আর এখন কার মানুষ এই বিদ্যুৎ ছারা একটা মুহুর্ত থাকতে পারে না। বিদ্যুৎ ব্যবহার করে এসি চালাই ফ্যান চালাই, লাইট জলে, পানির মটার চলে আর যখন কারেন্ট থাকে না তখন আর এগুলো চালাতে পারে না তখন মানুষের অনেক অসুবিধা হয়।
বিদ্যুৎ কি থেকে তৈরি হয়
আমরা সবাই বিদ্যুৎ ব্যবহার জানি । কিন্ত এটা জানিনা বিদ্যুৎ কোথা থেকে উৎপন্ন বা তৈরি করা হয়। এটা অনেক মানুষ আছে যারা জানেনা যে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে। কখনও কখনও একটি পরমাণুর বাইরের খোলের ইলেকট্রনিক গুলির প্রোটনের প্রতি আকর্ষণের শক্তিশালী শক্তি থাকে না। এই ইলেকট্রনগুলিকে তাদের কক্ষপথ থেকে টেলে দেওয়া যায়। একটি বল প্রয়োগ করা তাদের এক পরমাণু থেকে অন্য পরমাণুতে স্থানান্তরিত করতে পারে।
এই স্থানান্তকারী ইলেকট্রনগুলি বিদ্যুৎ তৈরি করতে সাহায্য করে। বিদ্যুৎ কয়লা থেকে তৈরি করা হয়। বাইরের দেশ থেকে কয়লা কিনে আনে তারপরে সেটা দিয়ে তাপ প্রবাহ সৃষ্টি করা হয় তখন সেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবহমান জলধারা বা বায়ুর সঞ্চিত গতিশক্তিকেও বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাচামাল হিসেবে ব্যবহার করে থাকে। বিদ্যুৎ তৈরি করতে আমাদের মূলত কয়লা থেকে হয় তারপরে সেটাকে প্রতিটা জায়গায় সরবরাহ করা হয়।
তাপ বিদ্যুৎ কিভাবে তৈরি হয়
তাপ শক্তি কিভাবে তৈরি হয় এটা অনেক মানুষ জানে না। তাপ বিদ্যুৎ তৈরি করে সেটাকে বৈদ্যতিক শক্তিতে রূপান্তর করে সব জায়গায় দেয়া হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র হল এক ধরনের বিদ্যুৎ কেন্দ্র যেটা থেকে তাপ শক্তি তৈরি হয় তারপরে সেটাকে বৈদ্যতিক শক্তিতে রূপান্তর করা হয়। একটি বাষ্প উৎপাদন চক্রে উচ্চ-চাপের বাষ্প তৈরি করতে একটি বড় চাপের পাত্রে জল ফুটাতে তাপ ব্যবহার করা হয়।
এই বাষ্পটাকে একটি বৈদ্যতিক জেনারেটরের সাথে সেটাকে তারা সংযুক্ত করে একটি বাষ্প টারবাইন চালানো হয়। একটি থার্মোইলেকট্রিক জেনারেটর (টিইজি) যাকে সিবেক জেনারেটরও বলা হয়ে থাকে আমাদের দেশে। এটি আমাদের একটি কঠিন অবস্থার যন্ত্র যা বিদ্যুৎ তাপকে তাপমাত্রার জতটুকু পার্থক্য দ্বারা চালিত হয়। সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে সেটা সিবেক প্রভাব থার্মোইলেকট্রিক প্রভাবের একটি রূপ যেটার নামক একটি ঘটনার মাধ্যমে হয়ে আছে।
কয়লা সাধারণত আমাদের দেশে পাল্ভারাইজ করা হয় এবং সেটাকে একটি পাল্ভারাইজড কয়লা চালিত বয় পোড়ানো হয়ে যায়। চুল্লির তাপ যেমন বয়লারের জলকে বাষ্পে রূপান্তরিত করে থাকে পরে সেটাকে জেনারেটর ঘুরিয়ে টারবাইন ঘোরাতে ব্যবহৃত করা হয়। এভাবেই আমাদের দেশে কয়লা সঞ্চিত রাসায়নিক শক্তি তাপ মক্তি যান্তিক শক্তি বা সব শেষে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে।
বিদ্যুৎ শক্তির ব্যবহার
বিদ্যুৎ শক্তি আমরা অনেক কাজে ব্যবহার করি। বেশিরভাগ রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, পাম্প এবং আমাদের দেশের বড় বড় শিল্প কারখানার মেশিনে এসি শক্তি দিয়ে চলে। আবার আমাদের দেশে যেসব কম্পিউটার ল্যাপটপ আরও ডিজিটাল যেসব জিনিস গুলো আছে সব কিছুতেই বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়। বিভিন্ন ভোল্টেজের মাধে পরিবর্তনের এসি পাওয়া জায় এখন আমাদের দেশে যেগুলোতে আছে অনেক সুবিধাজনক এবং বর্তনীহীন যন্ত্রপাতিও এটিকে ব্যবহার করতে পারে।
আমাদের দেশের বড় বড় বাড়ি বিল্ডিং সব কিছুতেই বিদ্যুৎ ব্যবহার করা হয়। আমরা যেসব কাজ গুলো গাড়ি পানির মটার,ওয়াসিং মেশিন, এসি, বড় বড় কালখানার মেশিন এগুলো সব কিছুকে কিন্ত সব প্রথম বিদ্যুৎ এর ব্যবহার হয়ে থাকে । আপনি যে ফ্যান চালান সেটাও কিন্ত এই বিদ্যুৎ ব্যবহার করেই চলে। এই বিদ্যুঃ যে আমরা ব্যবহার করি এটার জনক কে জানেন কি এটর জনক হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাস্কলিন। ১৯৫২ সালে এই বিদ্যুৎ অনেক গবেষণার করে উৎপন্ন করা হয়।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আপনারা হয়তোবা এত সময় জেনে গেছে বিদ্যুৎ আমাদের কি কি কাজে লাগে এছাড়াও বিদ্যুৎ কি থেকে তৈরি হয় তাপ বিদ্যুৎ কিভাবে তৈরি হয় বিদ্যুৎ শক্তির ব্যবহার বিভিন্ন ধরনের বিদ্যুৎ নিয়ে তথ্য আপনাদের জানা হয়ে গেছে। দৈনন্দিন জীবনযাপনে বিদ্যুতের ব্যবহার দিন দিন অনেক বেশি বেড়ে গেছে। এখন সবকিছুতেই বিদ্যুৎকে কাজে লাগছে যেমন কলকারখানা, টেলিফোন, রেডিও, টেলিভিশন, ট্রেন, দোকান ঘর বিভিন্ন কাজে বিদ্যুতের ব্যবহার হয়ে থাকে।
আপনি যদি আমাদের পুরো পোষ্টটা পড়ে থাকেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url