ব্যাটারি চালিত প্রাইভেট কার দাম
আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা জানে না ব্যাটারি চালিত প্রাইভেট কারের দাম ও প্রাইভেট কার চালানোর নিয়ম এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। আজকে আমরা আপনাদেরকে ব্যাটারী চালিত গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। আর জানতে হলে অবশ্যই আপনাকে পুরো পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি জানতে পারবেন।
দেশে এখন বেশ কয়েকটি ব্যাটারি চালিত গাড়ি এসেছে স্বল্প মূল্য থেকে অনেক বিলাসবহুল গাড়িও রয়েছে। এইসব গাড়ি আপনি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন।
ভূমিকা
ব্যাটারি চালিত গাড়ির এখন বাজারে অনেক বেশি এসেছে। ইউরোপের বহু দেশে এই গাড়ির ব্যবহার করা হচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু দেশ তার পরিকল্পনা নিচ্ছে। পুরোপুরি না হলেও ধীরে ধীরে পেট্রোল চালিত গাড়ির পাশে জায়গা করে নিচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। জ্বালানি গাড়ির ক্ষেত্রে যেমন লড়াই থাকে মাইলেজ নিয়ে ঠিক তেমনি ব্যাটারি চালিত গাড়ির ক্ষেত্রেও অন্যতম চাহিদা রেঞ্জ থাকে। অটোমোবাইল রিপোর্ট অনুযায়ী বলা হয় যে Li Mega গাড়িটি ১৫ মিনিটে ফুল চার্জ হতে পারে। আবার একবার 100 শতাংশ চার্জ হয়ে গেলে গাড়িটি রেঞ্জ দেয় 800 কিলোমিটার। আমাদের দেশে টাটা কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত এই গাড়ি আপনি কিনতে পারবেন।
ব্যাটারি চালিত প্রাইভেট কার দাম
আমাদের দেশে এখন দুই রকম প্রাইভেট কার পাওয়া যায়। একটা চলে প্রেটল অকটেন বা গ্যাস দিয়ে আরেকটা চলে ব্যাটারি দিয়ে। তবে গাড়ির কোন পার্থক্য পাবেন না আপনি যদি দূরে থেকে দেখেন তাহলে একবারে তেল চলা গাড়ির মতোই দেখতে হবে। গাড়ির পাশে দিয়ে গেলেও আপনি বুঝতে পারবেন নাযে এটা ব্যাটারির গাড়ি কি না। অনেক মানুষ এখন ব্যাটারি চালিত কার কিনে এই গাড়ির দাম একটু কম বলে।
যাদের ইচ্ছা থাকা সত্যেও অনেক দামের জন্য গাড়ি কিনতে পারেন না তারা এই গাড়ি কিনতে পারেন।ব্যাটারি চালিত গাড়ি কিনার পর অনেক মানুষ ভাবে এই গাড়ির রেঞ্জ শেষ হলে কিভাবে চারঞ্জ দিবে দূরে যাবার পথে যদি এমন হয় তখন কি করবে এটা ভাবে। এই গাড়ি আপনি একবার ফুল চারঞ্জ দিলে এটা আপনার ২৩৫ কিরোমিটার পর্যন্ত চালাতে পারবেন। গাড়িটির ১৭.৩ ব্যাটারির ক্যাপাসিটি আছে এই চাকাতে।
ভারতে এই গাড়ি কিনতে গেল প্রতিটা গাড়ির দাম পরবে ৭.৯৯ থেকে ১০ লক্ষ টাকার মতো। তবে এই গাড়ি এখনো আমাদের বাংলাদেশে আসেনি। এই গাড়ি তেমন একটা মার্কেট এমনটাও না সবাই টাকা লাগলেও আপনার তেল দিয়ে চালানো গাড়ি কিনবে। সবার কাছে একটাই ভয় থাকবে চার্জ শেষ হলে কি করবে রাস্তায় আর তেল শেষ হলে আপনি যে কোন জায়গা থেকে তুলে নিতে পারবে।
প্রাইভেট কার চালানোর নিয়ম
আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা গাড়ি চালানো জানে না। আবার অনেক জন আছে নতুন গাড়ি চালানো শিখছে। যারা নতুন গাড়ি চালাবেন বা যারা পরে চালাবেন তাদের জন্য কিছু বলে যাই। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের রাস্তায় কিন্ত বাম দিক দিয়ে গাড়ি চালাতে হয় এটাই আমাদের দেশের নিয়ম। যখন আপনি কার ড্রাইভ করবেন তখন অব্যশই আপনাকে গাড়ির ছিট বেল বাধে নিতে হবে।
শুধু বাংলাদেশ বলে না আপনি পৃথিবীর যেই দেশেই জান আপনাকে গাড়ি চালানোর সময় ছিট বেল বানতে হবে। আমাদের দেশে গতিসীমা দেওয়া আছে হাইওয়ে রাস্তায় ৮০ কি.মি ঘন্টা আর আপনি যখন আবাসিক এলাকার মধ্যে গাড়ি চারাবেন তখন ৪০ কি.মি ঘন্টা এটা মেনে চরতে হবে। এই নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে মানুষ অনেক দুরঘটনা থেকে বেচে যাব।
আপনি গাড়ি চালানোর সময় অব্যশই আপনাকে রাস্তার যেসব চিহ্ন গুলো বা দাগ দিয়া থাকে সেটার কাজ কি জানতে হবে। আপনি যখন ডানে থেকে বামে বা বামে থেকে ডানে জাবেন তখন আপনাকে গাড়ির এন্ট্রি কাটার ব্যবহার করতে হবে যাতে আপনার পিছনের গাড়ি বা সামনের বুজতে পারে আপনি কোন দিকে যাবেন। গাড়ি চালানোর আগে আপনাকে ভালো করে গাড়ির সকল কিছু চেক করে নিতে হবে।
টাটা প্রাইভেট কারের দাম
আমাদের দেশে এখন কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি দেখা যায়। অনেক মানুষ মনে করে তার একটা নিজের প্রাইভেট কার থাকবে কিন্ত দাম অনেক বেশি হওয়ার কারনে কিনতে পারে না। অনেক নামি দামি গাড়ি এসে আমাদের দেশে ভিড় করছে। শত শত মানুষের হাতে তুলে দিচ্চে গাড়ির চাবি। টাটা কোম্পানির গাড়ির দাম একটু কম থাকে যে কারণে এই গাড়িটা মানুষ বেশি কিনে। টাটা কোম্পানির সব থেকে কম দামি গাড়ি হচ্ছে ৫.৬৫ লাখ থেকে শুরু হয়। টাটা গাড়ি হচ্ছে ভারতের মানুষের কাছে অনেক জনপ্রিয় গাড়ি হচ্চে টাটা কোম্পানির গাড়ি।
- টাটা আলট্রোজ-রুপি ৫.৮০ লক্ষ
- টাটা টিয়াগো-রুপি ৫.০০ লক্ষ
- টাটা টিগর ইভি-রুপি ৯.৫৯ লক্ষ
- টাটা নেক্সন-রুপি ৭.২০ লক্ষ
- নেক্সন এক্সজেড প্লাস-রুপি ৯.৯৬ লক্ষ
নতুন নোহা গাড়ির দাম
এখন বর্তমানে আমাদের বাংলাদেশে টয়োটা নোহা গাড়ির দাম ১০,৫০,০০০ টাকা থেকে শুরু হয়েছে। এই গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি আছে ২০০০ সিসি হবে এবং ব্যবহৃত কন্ডিশনে থাকবে। এছাড়াও এখন আরও উন্নত প্রযুক্তি মডেলের ডিজাইন হাইব্রিট ইঞ্জিন এবং ট্রান্সমিশন সিস্টেম হয়ে থাকে ইত্যাদি আরও অনেক বিষয়ের উপর ভিত্তি করে বিডিতে টয়োটা নোহা গাড়ির দাম পার্তক্য হয়ে থাকে। কিছু নোহা মডেলের গাড়ির দাম হচ্ছে।
- Toyota Noah X 2003= 1.220.000/-
- Toyota Noah KR42 2003= 980.000/-
- Toyota Noah X Hybrid= 2.300.000/-
- Toyota Noah KR42 1997= 880.000/-
- Toyota Noah 1999= 850.000/-
- Toyota Noah X 2002= 1.065.000/-
- Toyota Noah 2018 Hybrid= 3.040.000/-
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আপনারা হয়তো এত সময় জেনে গেছেন ব্যাটারি চালিত প্রাইভেট কারের দাম কত এছাড়াও প্রাইভেট কার চালানোর নিয়ম টাটা প্রাইভেট গাড়ির দাম বিভিন্ন কার সম্পর্কে আপনাদের তথ্য জানা হয়ে গেছে। দেশে এখন ব্যাটারি চালিত গাড়ি অনেক এসেছে এটি ব্যাটারির মাধ্যমে চলছে। ব্যাটারি চালিত গাড়ি মানুষের হস্তক্ষেপ ছাড়াই রাস্তা পথ নেগেটিভ করে গাড়ি চালাতে পারে।
এতে থাকা প্রযুক্তি গাড়িটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে মোরা বলে মনে করা হয়। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এবং আপনার যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url