একজন সুস্থ মানুষের খাবার তালিকা
আমাদের বাঁচতে হলে খাবার খেতে হবে এই বিষয়টা অনেক স্বাভাবিক। তবে আমাদের মাঝে অনেকেই আছে তারা জানে না একজন সুস্থ মানুষের খাবারের তালিকা সম্পর্কে ও গ্রামের মানুষের খাবারের ধরন কেমন সে সম্পর্কেও তাদের ধারণা নেই। আসুন তাহলে আমরা আপনাদেরকে আজকে জানাবো সুস্থ মানুষের খাবারের তালিকা সম্পর্কে। আর জানতে হলে আপনাকে অবশ্যই পুরো পোস্টটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি বুঝতে পারবেন।
আমরা যদি সুস্থ ভাবে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের প্রয়োজনীয় প্রয়োজন হচ্ছে খাদ্য পুষ্টি। খাদ্য মানুষের শরীরে থাকা অঙ্গ-প্রত্যঙ্গে মিশে যে বিস্তারককারী ভূমিকা রাখে সেটা হল পুষ্টি। পুষ্টিকু আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি।
ভূমিকা
বেঁচে থাকতে হলে অবশ্যই খাবার খেতে হবে খাবার ছাড়া কখনো একটি মানুষ বেঁচে থাকতে পারে না আর খাবারের সাথে সাথে আমাদের শরীরে পুষ্টি যায়। পুষ্টি আমাদের শরীরের অঙ্গ পতঙ্গ কে ভালো রাখে। পুষ্টি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয়। গ্রামের মানুষের জীবন যাপনের সাথে শহরের মানুষের জীবন যাপনের কোন মিল নেই এছাড়াও তাদের খাওয়া দাওয়া পোশাক-আশাক কোনটাতেই মিল নেই। আসুন আমরা আরও বিস্তারিত জেনে নিই।
একজন সুস্থ মানুষের খাবার তালিকা
সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের প্রয়োজন খাদ্য আর এমন খাদ্য খেতে হবে যে খাদ্যগুলোতে পুষ্টি রয়েছে। খাদ্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। বর্তমানে দেখা যায় যে সব অল্প বয়সের মানুষ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে যায়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন হাঁস পাচ্ছে সেজন্য অল্প বয়সে মানুষের নানা ধরনের রোগ হচ্ছে। সুস্থ থাকতে হলে অবশ্যই খাবারের একটি নির্দিষ্ট পরিকল্পনা জরুরী। আসুন তাহলে আমরা জেনে নিই একজন সুস্থ মানুষের খাবার তালিকা সম্পর্কে।
সকালের নাস্তা রুটি, পরোটা, ডিম সিদ্ধ, ফলের জুস ইত্যাদি।
মধ্য দুপুরের খাবার মধ্য দুপুরে যে কোনো ফল যেমন কলা, কমলালেবু, আপেল, আম মিষ্টি ফলের সঙ্গে আপনি একটি করে টক জাতীয় ফলো খেতে পারেন।
দুপুরের খাবার ভাত, ডাল, সবজি, মাছ, ডিম, মাংস, টক দই সালাদ ইত্যাদি।
বিকালের নাস্তা বিকালে বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন যেমন ছোলা, বাদাম, বিস্কুট, চা, কফি এসব ধরনের খাবার আপনি বিকালে খেতে পারেন।
রাতের খাবার ভাত, রুটি, পরোটা, সবজির, মাছ, মাংস, ডাল ইত্যাদি।
ঘুমোনোর আগের খাবার এক গ্লাস দুধ খেতে হবে। আর অবশ্যই আপনাকে রাতে ঘুমাতে যাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিতে হবে। একজন সুস্থ মানুষের জন্য এটা খুবই জরুরী।
গ্রামের মানুষের খাবারের ধরন কেমন
গ্রামের মানুষের জীবন যাপন ও খাবারের ধরন খুবই সাধারণ হয়ে থাকে। গ্রামের মানুষের প্রতিটা ঘরে ঘরে থাকে বিভিন্ন ধরনের টক আচার যেমন কুলের আচার, তেতুলের আচার, তেঁতুল মাখানো, চালতার আচার. আমের আচার. আমসত্ত্ব. জলপাই. কাশন্দী। এরপরে খই, মুড়ি, ছাতু. মোয়া. তালের গুঁড়। গ্রামের মানুষের সবার ঘরে এরকমের খাবার থাকে। এরপরে চালের গুড়া বা আটা নারীরা আটা দিয়ে বানাতেন তালের বড়া, তালের পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা বিভিন্ন রকমের পিঠা বানাতো।
এছাড়াও একটা সময় ছিল যে সারা বছর তরকারি হিসেবে খাবার জন্য নারীরা শুকিয়ে রাখত মুলা, চাল কুমড়া, পাতাকপি এগুলো শুকনো করা হতো ছোট ছোট করে কেটে। এরপরে গ্রামের মানুষেরা রান্নার কাজে তিলের তেল ও সরিষার তেল ব্যবহার করতো। খাবার আমাদের শরীরের সরবরাহ করে এবং আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। আসুন আমরা গ্রামের মানুষের খাবারের ধরন সম্পর্কে আরো বিস্তারিত জানি।
পান্তা ভাত এটি একটি অসাধারণ ও সুস্বাদু খাবার। গ্রাম গ্রামের মানুষরা প্রতিদিনই খাদ্য হিসাবে পান্তা ভাত খায়। পান্তা ভাত হচ্ছে রাতে যে ভাতটা ভিজিয়ে রেখে সকালে খাওয়া হয় সেটাকে পান্তা ভাত বলে। গ্রামের মানুষেরা সকালে উঠে পান্তা ভাতের সাথে পেঁয়াজ মরিচ তেল লবণ মিশিয়ে খায়। এছাড়াও অনেক সময় দেখা যায় পান্তা ভাতের সঙ্গে আচার ভর্তা ডাল এগুলো খায়।
পিঠা গ্রামের মানুষের প্রায়ই সবার কাছেই পিঠা অনেক বেশি পছন্দের একটি খাবার। গ্রামের পিঠা একটি অমূল্য সংস্কৃতির অংশ। খেয়াল করা যায় যে গ্রামের প্রতিটা ঘরে ঘরে মানুষ পিঠা বানায় তারা বিভিন্ন রকমের পিঠা বানাতে পারে। যেমন চিতই পিঠা, পায়েস পিঠা, বড়া পিঠা এছাড়াও আরো বিভিন্ন রকমের পিঠা রয়েছে।
মুড়ি মুড়ি হচ্ছে একটি খাবার এটি তৈরি করা হয় চাল থেকে। গ্রামের মানুষের কাছে মুড়ি একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার। মুড়ির সাথে খেজুরের গুড় মিশিয়ে অনেকে খায় আবার দেখা যায় যে ঝাল মুড়ি বানিয়ে খাই। তবে শহরের থেকে গ্রামের মানুষ কে বেশি মুড়ি খেতে দেখা যায় কারণ তাদের মনে হচ্ছে একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার।
আলু ভর্তা আলু ভর্তা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি খাবার। এটি গ্রাম ও শহরের মানুষ এর কাছে খুবই জনপ্রিয় ও সুস্বাদু খাবার। আলু ভর্তা করতে তেমন কোন ঝামেলা হয় না খুব সহজে আলু সিদ্ধ করে ভর্তা বানানো যায়। গ্রামের মানুষের তাদের খাদ্য তালিকায় প্রতিদিনই আলু ভর্তা থাকে।
শহরের মানুষের খাবার ও পোশাকের ধরন কেমন
খাবার ও পোশাক প্রত্যেকটা মানুষের নিজ নিজ পছন্দ মতনই থাকে। পোশাক দেখে কখনোই বোঝা যায় না একজন মানুষের ব্যক্তিত্বটা। শহরের মানুষের খাবার বিভিন্ন রকমের হয়ে থাকে গ্রামের মানুষের থেকে তাদের খাবারের ধরন চলাফেরা পোশাক-আশাক পুরোটাই একটু অন্যরকম। শহরের মানুষের দই পাউরুটি. মাছ .মাংস. সালাদ, স্যান্ডউইচ সবচেয়ে বেশি জনপ্রিয় থাকে।
ঝামেলা ছাড়াই অফিসের লাঞ্চে স্কুলের টিফিনে ব্যস্ত দিনে শেষে রাতে খাবারের স্যান্ডউইচ এর জুড়ে মিলা ভার। শহরের মানুষরা স্যান্ডউইচকে অনেক বেশি পছন্দ করে খেতে। শহরের মানুষরা চেষ্টা করে যত ঝামেলা ছাড়া খুব সহজে যেগুলো খাবার আছে সেগুলো খাওয়ারই চেষ্টা করে তারা। পোশাক দেখলে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে আসলে ব্যক্তিটি কেমন তার স্ট্যাটাস কেমন।
এই যেমন ধরেন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর পুরুষদের বেলায় দেখা যায় যে জিন্স , ফরমাল প্যান্টের সঙ্গে পাঞ্জাবি স্যুট পড়তে দেখা যায়।নারীদের বেলায় দেখা যায় টপস কুর্তি এ ধরনের পোশাক আবার দেখা যায় যে প্যান্ট শার্ট পরে নারীরা অতি আধুনিকা বলে থাকি। আমরা তাদের এক কথায় বলা যায় শহরের মানুষ। শহরের মানুষের পোশাকের ধরন প্রায় এরকমই ছেলেরা প্যান্ট শার্ট মেয়েরা কুর্তী শার্ট প্যান্ট এগুলোই বেশি পরে।
শহরের মানুষের খাবার
শহরের দেখা যায় যে রাস্তার পাশে ছোট ছোট দোকান রয়েছে। এই সব স্টলে দেখা যায় বিভিন্ন ধরনের খাবারের স্বাদ পাওয়া যায় যা অনেক রেস্তোরাতেও হয়তো এরকম পাওয়া যায় না। তবে গ্রামে এরকম কোন কিছু স্ট্রীট ফুড দেখা যায় না। যদিও দেখা যায় তাহলে দুই-একটা তেমন উন্নত না। আর শহরে দেখা যায় অনেক উন্নত ট্রিট ফুট রয়েছে। শহরের মানুষের খাবার গ্রামের মানুষের থেকে একটু ভিন্ন।
শহরের মানুষরা সাধারণত স্যান্ডউইচ মেয়োনিজ নুডুলস পাস্তা এসব ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে। এছাড়া তারা ভাত অনেক কম খায় ভাতের থেকে স্ট্রিট ফুড খেতে তারা বেশি পছন্দ করে। সকালের নাস্তাই রুটি অথবা পরোটা ডিম সবজি সালাত এগুলো থাকে। দুপুরে ভাত ডাল মাংস ইত্যাদি এরকমের খাবার থাকে। শহরের মানুষের খাদ্য তালিকায় বিকালের সময় দেখা যায় যে কিছু স্টিট ফুড খায় অথবা সন্ধ্যার সময় ফল অথবা স্ট্রিট ফুড থাকে খাবারে তাদের। রাত্রে রুটি অথবা পরোটা দুধ এগুলো খাবারই শহরের মানুষ খায়। শহরের মানুষের জীবনযাত্রা একটু অন্যরকম।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আপনারা হয়তোবা এত সময় জেনে গেছেন একজন সুস্থ মানুষের খাবারের তালিকা সম্পর্কে ও গ্রামের মানুষের খাবারের ধরন কেমন শহরের মানুষের খাবার কেমন। তাদের পোশাক কেমন বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আপনাদের যদি জানা না থাকে তবে এত সময় আপনারা এইসব তথ্য সম্পর্কে জেনে গেছেন। একজন সুস্থ মানুষের খাদ্য তালিকায় ভাত, ডাল, ডিম, রুটি, ফল শাকসবজি থাকাটা খুবই জরুরী।
এছাড়াও দেখা যায় যে গ্রামের মানুষের খাদ্য অন্যরকম ও শহরের মানুষের অন্যরকম থাকে। শহরের মানুষের চলাফেরা পোশাক-আসার সবকিছুই ভিন্ন রকমের থাকে। আজকের লিখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url