সিম কার্ড কার নামে আছে কিভাবে দেখবো

প্রিয় পাঠক আমাদের মাঝে অনেকেই আছে যারা এখনো জানে না সিম কার্ড কার নামে আছে কিভাবে দেখব ও আমার নামে কয়টা সিম আছে কিভাবে দেখব এরকম নানা প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। আপনি যদি সিম সম্পর্কে যে কোন তথ্য জানতে চান তাহলে আজকের লেখা আর্টিকেলটি আপনার অনেক বেশি উপকারে লাগবে। আর পুরো তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে পোস্টটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে তাহলে বুঝতে পারবেন।
সিম কার্ড কার নামে আছে কিভাবে দেখবো
আপনি আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটিও খুব সহজে দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে। এছাড়াও আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটিও খুব সহজে জানতে পারবেন।

ভূমিকা

যাদের মোবাইল আছে তারা সিম অবশ্যই ব্যবহার করে। আর আমরা জানি যে সিম ছাড়া কখনোই আমরা কথা বলতে পারব না। ফোন যার কাছে আছে তার কাছে সিম থাকবে এই বিষয়টা অনেক স্বাভাবিক। তবে কখনো কখনো দেখা যায় যে আমাদের নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা আমরা দেখতে জানি না আবার এটাও বুঝি না যে আমাদের এন আইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। আবার খেয়াল করা যায় যে সিমেন্ট নাম্বার দেখার জন্য কোড প্রয়োজন হয় এই কোড সম্পর্কেও অনেকের ধারণা থাকে না। আসুন সিম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নিন।

সিম কার্ড কার নামে আছে কিভাবে দেখবো

সিম আমাদের প্রতিটা মানুষের জীবনে দরকারি একটা জিনিস। কারন এই সিম যদি না থাকতো তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলতে পারতাম না। যাদের বয়স কম তারা অন্যর  মাধ্যমে সিম কার্ড তুলে ব্যবহার করে। একটা জিনিস আমরা যদি অনেক দিন ব্যবহার করি তাহলে সেই জিনিসটার কথা মনে থাকে না যে কার থেকে নিয়েছি কে দিয়েছে পরে আমাদের কোন সমস্যা হলে অনেক বিপদে পড়তে হয় ।যারা অন্যের মাধ্যমে সিম কাড তুলে ব্যবহার করেন তাদের এটা জানা দরকার সিম কার্ড কার নামে আছে কিভাবে সেটা দেখবেন।

আপনি একটা সিম ব্যবহার করেন কিন্ত কার নামে আছে এটা হয়তো জানেন না এটা জানার জন্য প্রথমে আপনার ফোন থেকে *১৬০০১# এই নাম্বার তুলে কল দিতে হবে। তারপরে সেখানে আপনার কার্ড দিয়ে যে কয়টা সিম তুলেছেন সে সব গুলোর কিছু নাম্বার দেখতে পাবেন। নাম্বার বলতে প্রথম ৫টা সংখ্যা আর শেষের ২টা সেখানে থেকে আপনাকে বলতে হবে কোনটা আপনার সিমের নাম্বার। সেটা যদি আপনার কার্ড দিয়ে তুলা হয়ে থাকে তাহলে তখন আপনি দেখতে পাবেন আবার আপনার কার্ড কত গুলো সিম তুলেছেন সব গুলোই সেখানে দেখাবে।

আমার নামে কয়টা সিম আছে কিভাবে দেখবো

আমাদের যাদের এনআইডি কার্ড আছে মূলত তারা অনেক গুলো সিম তুলে ব্যবহার করি এছাড়াও অনেক সময় আমাদের নামে সিম তুলে অন্য কাউকে দিই।  একটা মানুষ যদি অনেক গুলো সিম তুলে তাহলে কিন্ত পরে তার মনে থাকে না সে কত গুলো সিম তুলেছে। এইটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে। এই সিম তুলতে লাগবে আপনার আইডি কার্ড।আপনি আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম তুলেছেন এটা আপনার আমার জেনে থাকা ভালো।

আমাদের আইডি কার্ড দিয়ে কয়টা সিম তুলেছি সেটা দেখার জন্য আমাদের প্রথমে *১৬০০১# এই নাম্বারটা তুলবো তারপরে সেই নাম্বারে কল দিতে হবে। কল দিবার ২ ৩ মিনিটের মধ্যে আপনার ফোনে একটা এসএমএস আসবে। সেই এস,এম,এস টা অপেন করতে হবে। অপেন করার পরে সেখানে আপনার আইডি কার্ড দিয়ে কত গুলো সিম তুলেছেন সব সিমের প্রথম ৫টা সংখ্যা আর শেষের ২টা সংখ্যা আপনি দেখতে পাবেন বাকি সব গুলো হাইড করা থাকবে। তখন আপনি দেখে বুঝে নিতে পারবেন। আপনার আইডি কার্ড দিয়ে কত গুলো সিম তুলা হয়েছে।

সব সিমের নাম্বার দেখার কোড

সিম আমোদের দেশের অনেক মানুষ ব্যবহার করে। এর মধ্যেই এমন কিছু মানুষ আছে যারা নিজের সিমের নাম্বার দেখতে পারে না। যখন নিজের নাম্বার দেখার প্রয়োজন হয় মানুষকে গিয়ে বলতে হয় যে আমার নাম্বারটা বের করে দেন। যারা নিজের সিমের নাম্বার দেখা জানেন না তাদের আজকে জানাবো  আপনি কি সিম ব্যবহার করেন গ্রামীণ, রবি ,বাংলালিংক, এয়ালটেল আপনি যে সিম ব্যবহার করবেন। সেই সিমের নাম্বার দেখতে আপনাকে যে কোড গুলো তুলে কল দিতে হবে।

গ্রামীণ সিমের নাম্বার দেখার জন্য *২# এটা তুলে কল দিলে আপনার নাম্বার দেখাবে। রবি সিমের জন্য *২# এটা তুলে কল দিতে হবে। বাংলালিংক সিমের জন্য *৫১১# এটা তুলে কল দিতে হবে। এয়ালটেল সিমের জন্য *২# এটা তুলে কল দিতে হবে। এই নাম্বার গুলো তুলে যখন কল দিবেন সাথে সাথে আপনার সিমের নাম্বার দেখে দিবে। যারা এটা পারেন না তারা তাদের ফোনে এই কোড টাকে সেভ করে রাখতে পারেন। তাহলে আপনার যখন প্রয়োজন হবে মনে না থাকলেও সেভ করা জায়গা থেকে যদি তুলে কল দেন তাও নাম্বার দেখতে পাবেন।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক এত সময় হয়তো বা আপনাদের জানা হয়ে গেছে সিম কার্ড কার নামে আছে কিভাবে দেখব এছাড়াও আমার নামে কয়টি সিম আছে কিভাবে দেখবো হারিয়ে যাওয়া সিম কার নামে রেজিস্ট্রেশন আছে বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আপনাদের জানা হয়ে গেছে। আমরা সবাই ফোন ব্যবহার করি আর যারা ফোন ব্যবহার করে তারা অবশ্যই সিমকার্ডের ব্যবহার করে সিম ছাড়া কখনোই ফোন চলবে না।

আর আমাদের ফোনের প্রধান জিনিস হচ্ছে সিম তবে আপনাকে দেখতে হবে যে সিম আপনার নামে কয়টি রেজিস্ট্রেশন আছে। এছাড়াও আপনার এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন আছে কয়টি। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যাতে কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url