সবচেয়ে ভালো ওয়াইফাই কানেকশন কোনটি

ওয়াইফাই যেমন রাউটার ছাড়া চলেনা ঠিক তেমনি আমাদের ইন্টারনেট কানেকশন এর জন্যও ওয়াইফাই অবশ্যই দরকার। কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে সবচেয়ে ভালো ওয়াইফাই কানেকশন কোনটি ও কোন রাউটার ভালো দাম কত এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা নাই। আসুন তাহলে আমরা আজকে জেনে নিব। তবে সঠিকটা জানতে হলে আপনাকে পুরো পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে।
সবচেয়ে ভালো ওয়াইফাই কানেকশন কোনটি
আমাদের দৈনন্দিন জীবনে ওয়াইফাই খুবই প্রয়োজন। আমরা যারা ইন্টারনেটে কাজ করি কম্পিউটার ফোন ব্যবহার করি তাদের জন্য সবচেয়ে প্রয়োজনে জিনিস হচ্ছে ওয়াইফাই। আর ওয়াইফাই সবচেয়ে ভালো কোনটি সেটাও আমরা জানি না কোন ব্রান্ড টি সবচেয়ে ভালো আজকে আমরা সে সম্পর্কে জানব।

ভূমিকা

যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা অনেক সময় চিন্তায় থাকেন যে কোন রাউটার সবচেয়ে ভালো হবে বাসার জন্য কোন রাউটার ভালো হবে। এছাড়াও কোন রাউটার ব্যবহার করলে আমার ফোনে ইন্টারনেট কানেকশন অনেক বেশি ভালোভাবে পাবে। এ সম্পর্কে অনেকেই চিন্তায় থাকেন। ওয়াইফাই আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রয়োজনীয় তবে ওয়াইফাই ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই রাউটার আর অনু লাগবে। আপনার রাউটার আর অনু যদি ভালো হয় তাহলে আপনার ইন্টারনেট কানেকশন অনেক ফাস্ট হবে আর যদি এগুলো ভালো না হয় তাহলে আপনার ইন্টারনেট কানেকশন কখনোই ফাস্ট হবে না। সেজন্য আপনাকে একটি ভালো রাউটার কিনতে হবে। ওয়াইফাই রাউটার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমাদের পুরো পোস্টে দেওয়া আছে আপনি মনোযোগ সহকারে পড়লে সবকিছু জানতে পারবেন।

সবচেয়ে ভালো ওয়াইফাই কানেকশন কোনটি

আমাদের দেশে সব ওয়াইফাই লাইন গুলোই ভালো। সবচেয়ে ভালো ওয়াইফাই বলতে বোঝায় আপনার ওয়াইফাই এমবিবিএস কত আছে সেটার উপরে নির্ভর করবে আপনার ওয়াইফাই লাইন। আপনি যত বেশি এমবিবিএস নিবেন ওয়াইফাই তত বেশি স্পিড দিবে আবার আপনি সব কিছু করে আরাম পাবেন। আমাদের দেশে বিভিন্ন নামের কয়েক ধরনের ওয়াইফাই ব্যান্ড আসছে যাদের ওয়াইফাই লাইন এর সার্ভিস ভালো অনেক। আপনার ওয়াইফাই যেমনি হোক স্পিড যত বেশি তত ওয়াইফাই কাজ করে  স্পিড হচ্ছে ওয়াইফাই এর ম্যান ডিভাইস।

আপনি ওয়াইফাই নিলেন ১০ এমবিবিএস কিন্তু আপনার স্পিড দেয় না এটার কারণ অনেক সময় ১০ এমবিবিএস বলে আপনাকে ৫ এমবিবিএস করে দিবে। তবে আপনার ডিভাইস কয়টা চলবে এটার উপরে নির্ভর করে স্পিড নিতে হবে। আপনার ডিভাইস চলছে ১০ টা আপনার স্পিড আছে ৫ এমবিবিএস তাহলে কি ১০ টা ডিভাইস টানতে পারবে। আমাদের দেশে নির্দিষ্ট করে কোন ওয়াইফাইকে বলা হয়নি যে এই ওয়াইফাই ভালো। ওয়াইফাই ভালো কি না এটা আপনার নিজের উপরে ডিপেন্ট করবে। আপনার স্পিড এর উপরে নির্ভর করবে।

কোন রাউটার ভালো দাম কতো

আমাদের দেশে এখন অনেক কোম্পানির অনেক ধরনের রাউটার পাওয়া যায়। আপনি যদি সব থেকে ভালো  রাউটার নিতে চান তাহলে আপনাকে নিতে ডুয়েল ব্যান্ড এর রাউটার। এই রাউটারের উপরে আর কোনো রাউটার এখনো আমাদের দেশে আসেনি। ডুয়েল ব্যান্ড রাউটার সবাই ব্যবহার করে না কারণ এখন কম দামের মধ্যে অনেক ভালো ভালো রাউটার পাওয়া যায়।

তবে আমাদের দেশে এখন নেটিশ রাউটার খুব জন প্রিয় হয়ে গেছে। আমাদের দেশে যেসব রাউটার পাওয়া যায় সেগুলো হলোঃ নেটিশ, টিপিলিংক, টেনডা, ডুয়েল ব্যান্ড, অলাক্স আরও বিভিন্ন ধরনের অনেক মডেলের রাউটার আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে। তবে আপনার যদি বেশি ডিভাইস বা বেশি চাপ না পরে তাহলে ছোট রাউটার নিলেই আপনার কাজ হবে।

একটা রাউটার থেকে আপনি ৪ ৫ টা ফোন আবার ১ ২ টা কম্পিউটার ব্যবহার করতে পারবেন। কিন্ত আনপার স্পিড একটু বেশি নিতে হবে। নেটিশ রাউটার দাম ১ হাজার থেকে ২ হাজার এর মধ্যে ভালো একটা রাউটার পাবেন। চালানোর মতো এর থেকে দামি নিলে ৪ থেকে ৫ হাজার এর মধ্যে হয়ে যাবে। টিপিলিংক রাউটার দাম কিছুটা নেটিশ এর মতো একটু কম পাবেন। এমনিতে ব্যবহার করার জন্য যেকোন রাউটার ২ হাজার মধ্যে অনেক ভালো পাওয়া যাবে।

কত Mbps রাউটার ভালো

আমাদের দেশে যেসব রাউটার গুলো সেগুলো সব বেশি আপনার হয়ে থাকে ৩০০ এমবিবিএস এর। তবে আপনি যদি ব্যান্ড এর রাউটার নিতে চান তাহলে ডুয়েল ব্যান্ড, এসি১২০০, টিপিলিংক বা ডি লিংক এই রাউটার গুলো অনেক ভালো। কিন্ত রাউটার যেমনি হক আপনার রাউটার এমবিবিএস ৩০০ থাকে এর বেশি এমবিবিএস রাউটারে থাকে না।

তবে রাউটার এমবিবিএস যেমনি থাক আপনার ওয়াইফাই এমবিবিএস হচ্ছে আপনার জন্য মেন। ওয়াইফাই এমবিবিএস যত বেশি নিবেন তত নেট ব্যবহার করে আরাম পাবেন। মূলত আমাদের দেশের সব রাউটার হয়ে থাকে ৩০০ এমবিবিএস করে। আপনার রাউটার আর ওয়াইফাই এর উপরে নির্ভর করবে আপনার নেট। আমাদের দেশে এখন যেসব রাউটার গুলো আছে মূলত সব রাউটার অনেক ভালো সার্ভিস দিচ্ছে। অনেক ধরনের রাউটার এখন আমরা ব্যবহার করতে পারি।

ভালো রাউটার চেনার উপায়

রাউটার কথাটা আমরা সবাই শুনেছি। অনেকে আছে রাউটার কিনতে গিয়ে কনফিউজ হয়ে পড়ে কোন রাউটার কিনবে এটা ভেবে। মূলত আমাদের দেশের সব ধরনের রাউটার গুলোই কম বেশি ভালো চলে। এখন যত বেশি ইন্টারনেটের চাহিদা বাড়ছে তত বেশি রাউটারের চাহিদা রাড়তে আছে। রাউটার চাহিদা বাড়তে থাকায় বিশ্বের সব দেশের মতো আমাদের দেশেও এখন অনেক ধরনের রাউটার পাওয়া যাচ্ছে।

কিন্ত আমাদের দেশে বিভিন্ন ধরনের কিছু ব্যান্ড এর রাউটার আসছে যেগুলো খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। তারপরও আমরা চাই আরও ভালো কোম্পানির ভালো রাউটার। অনেক মানুষ আছে যারা কম দামের মধ্যে ভালো মানের রাউটার খুজছেন। অনেকে বাসাই ব্যবহার করার জন্য রাউটার খুজছেন। আমাদের দেশে এখন যে রাউটার গুলো আসছে বা পাওয়া যাচ্ছে সব রাউটার গুলো ভালো চলে। বাসাতে ব্যবহার করবেন ২০০০ টাকার মধ্যে যেকোন কোম্পানির রাউটার নিয়ে ব্যবহার করতে পারবেন।

ভালো রাউটার চিনবেন কি করে

  • কভারেজ এরিয়া কত টুকু দিবে এটা দেখে নিবেন।
  •  ডিভাউস সংখ্যা যে রাউটার তার ডিভাইস সংখ্যা কত কয়টা ডিভাইস চালাতে পারবেন।
  •  রুম সংখ্যা রাউটার ১টা রুম থেকে কয়টা রুম পর্যন্ত পাবে।
  •  রেঞ্জ আপনি যে রাউটার কিনবেন এটার রেঞ্জ কতটুকু দিবে।
  •  এনন্টেনা সংখ্যা কয়টা ২ ৩ ৪ ৫ ৬ কয় এনন্টেনা আছে।

কোন রাউটারের রেঞ্জ বেশি

ওয়াইফাই সবাই কম বেশি আমাদের দেশের মানুষ চালায়। আগের তুলনায় এখন প্রতিটা জায়গায় এই ওয়াইফাই হয়ে গেছে। ওয়াইফাই লাইন নিয়েছেন কিন্ত আনপার রেঞ্জ কতটুকু দিবে এটা আপনাদের জানা থাকে না। বাসাতে চালাবেন নেটওয়ার্ক একটি ভালো রাউটার যেটা দিয়ে একটা সাধারণ কেবল অ্যাক্সেস করতে পারে তা দিয়ে একটা ফেমেলি চালানো যাবে।যেসব রাউটারের রেঞ্জ বেশি পাবেন।

প্রচলিত ২.৫ গিগাহার্ট ক্ষমতা সম্পন্ন রাউটার আমাদের ১৫০ ফিট পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। আবার ৪৬ মিটার পর্যন্ত ট্রান্সমিট করতে পারে। আউটডরে এর রেঞ্জ দিতে পারবে ৩৫০ ফিট বা ৯৫ মিটার পর্যন্ত আমাদের একটা পুরাতন রাউটার রেঞ্জ দিবে ৮০৮.১১ ৫ গিগাহার্ট রাউচার এক বা তৃতীয় অংশ পর্যন্ত  রেঞ্জ তৈরি করতে পারে। রাউটার যদি ভালো হয় তাহলে আপনার ওয়াইফাই রেঞ্জ ভালো দিবে। তবে আগের তুলনায় এখন কার রাউটার গুলোর রেঞ্জ অনেক টাই কমে গেছে। আমার দেখা নেটিশ রাউটার এর রেঞ্জ বেশি থাকে। নেটিশ এর পারফান্সেস অনেক ভালো দেয়।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আপনি হয়তো এত সময়ে জেনে গেছেন সবচেয়ে ভালো ওয়াইফাই কানেকশন কোনটি ও কোন রাউটারের রেঞ্জ বেশি ভালো রাউটার চেনার উপায় কত এমবিএস রাউটার ভালো বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আপনি জেনে গেছেন। ওয়াইফাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অফিস আদালতের সব জায়গাতেই কাজে লাগে কারণ আমরা ইন্টারনেট কানেকশন ছাড়া কোন কিছুই করতে পারি না আজকাল।

তবে ইন্টারনেট বা ওয়াইফাই এর জন্য একটি ভাল রাউটারের প্রয়োজন হয়। ভালো রাউটার ছাড়া কখনোই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন ভালো আসবে না। সেজন্য আপনাকে ভাল রাউটার বেছে নিতে হয়। আজকে আমার লিখা আজকের যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url