এক রাউটার থেকে অন্য রাউটার কানেকশন
অনেক মানুষ আছে যারা জানেনা যে কিভাবে এক রাউটার থেকে অন্য রাউটার কানেকশন করতে হয়। এছাড়াও রাউটার লগইন সম্পর্কে অনেকের ধারণা নেই আজকে আমরা আপনাদেরকে এক রাউটার থেকে অন্য রাউটার কানেকশন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো। আর জানতে হলে অবশ্যই আপনাকে পুরো পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুম মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন।
আপনার আশেপাশে কারো বাসায় যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনি খুব সহজেই সেখান থেকে রাউটার কানেকশন করতে পারবেন। এক কথায় বলা যায় যে এক রাউটার থেকে অন্য রাউটার এ কানেকশন করতে পারবেন।
এক রাউটার থেকে অন্য রাউটার কানেকশন
আমরা সবাই কম বেশি এখন রাউটার ব্যবহার করি। আবার অনেক মানুষ আছে পাশে কেউ ওয়াইফাই নিয়েছে কি এটা দেখে তারপরে তার কাছে সে কানেক্ট করে নেয়। আবার অনেকে আছে রাউটার কানেক্ট করে নেয়। কিভাবে আমরা এক রাউটার থেকে অন্য রাউটার কানেক্ট করবো জেনে নিই। দুই ভাবে মূলত রাউটার রাউটার থেকে রাউটারের সাথে কানেক্ট করা যায়।
ইন্টারনেট তারের এক প্রান্ত থেকে প্রাথমিক রাউটারের র্যান ইন্টারনেট পোর্টগুলির একটি অন্যটি সেকেন্ডারি রাউটারের যে কোন একটি উপলব্ধ র্যান পোর্টে প্লাগ করুন সংযোগ হয়ে যাবার আপনার রাউটর অফ করে আবার চালু করেন। আপনি প্রতিটি রাউটারের পাওয়ার কেবলটি আরপ্লাগ করে এবং সেকেন্ড পরে আবার প্লাগ করে এটি করতে পারবেন।
আপনি চাইলে তার বাদেও আপনার দূরুত্ব কম থাকে তাহলে ওয়ারেলেস কানেক্ট করতে পারবেন। ওয়ারলেস কানেক্ট করতে প্রথমে আপনার রাউটার প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে ল্যান লিখা থাকে সেখানে যে রাউটারের সাথে কানেক্ট করবেন সেই নাম দিয়ে সার্চ দিতে হবে। সার্চ দিবার পরে নাম আসবে নাম আবার পরে সেখানে যে ভাবে ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট করেন ঠিক সেই ভাবেই তখন কানেক্ট করতে হবে।
রাউটার লগইন
আপনারা যারা রাউটারে লগইন করতে পারেন না তাদের জন্য বলি। আপনার বাসাই রাউটার আছে কিন্ত আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন তাই রাউটারে লগইন দিতে পারছেন না। প্রতিটা রাউটারে লগইন করার জন্য কোর্ড থাকে বা লিংক থাকে। সেটা আপনি গুগোল বা ব্রাউজার যে কোন একটা জায়গায় লিখে সার্চ দেন তাহলে আপনার রাউটার নিয়ে যাবে।
রাউটারে যদি এডমিন পাসওয়ার্ড দেয়া থাকে তাহলে এডমিন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। প্রতিটা রাউটারের পিছনে এডমিন পাসওয়ার্ড দেয়া থাকে। আপনারা যদি রাউটারের পিছন পারে একটু খেয়াল করেন তাহলে সেই পাসওয়ার্ড দেখতে পাবেন। আর যদি এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেইটাই দিতে হবে।
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা রাউটার এডমিন চেঞ্জ করেন পরে মনে থাকে না যখন এডমিন পাসওয়ার্ড ভুলে জাবেন রাউটারে লগইন করতে পারবেন না। তখন আপনার রাউটার টাকে কনফিগার বা রিসেট দিবেন তাহলে সব কিছু আগের মতো নতুন হয়ে জাবে তখন আপনি রাউটারে থাকা এডমিন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।
রাউটার সেটআপ
আমরা এখন সবাই ওয়াইফাই ব্যবহার করি। জত দিন যাচ্ছে তত ওয়াইফাই ব্যবকার বিধি রাড়তে আছে। যারা নতুন ওয়াইফাই নেন বা নিবেন তাদের মধ্যে অনেক জন আছে যারা রাউটার সেটআপ দিতে পারে না। রাউটার সেটআপ করা খব সহজ একটা কাজ। আপনি একবার দেখলে তখন আপনি পারবেন। প্রথমে আপনার রাউটার টাকে একবার রিসেট বা কনফিগার করে নিবেন। এটা করার জন্য দেখবেন রাউটারে ২টা সুইজ আছে সেটা চাপ দিয়ে কিছু সময় ধরে রাখবেন তারপরে যখন রাউটার সব রাউট গুলো বন্দ হয়ে জাবে তখন ছেরে দিবেন।
তখন আপনি আপনার ওয়াইফাই এর লাইনটা আপনার অনু থেকে রাউটারে দিবেন। রাউটারে দিবার পরে ব্রাউজার থেকে রাউটারে প্রবেশ করবেন তারপরে আপনার যেখানে থেকে লাইন নিবেন সেখানে থেকে আপনাকে একটা ইউজার নাম আর পাসওয়ার্ড দিবে সেটা তখন আপনার রাউটারে বসাবেন। সব রাউটার ক্ষেত্রে বিষয় গুলো একটু ভিন্ন হয়ে থাকে কোন রাউটারের সেটিংস আলাদা থাকে সেই জন্য সব রাউটার সেম ভাবে হবে না। আর না পারলে যারা লাইন দিবে তারাও এটা সেটআপ করে দেয় আপনি চাইলে তাদের থেকে তখন শিখে নিতে পারেন।
হাইরেন্স রাউটার
আমাদের দেশে এখন অনেক মডেলের বিভিন্ন রকম রাউটার পাওয়া যায়। বিন্ত রাউটারের রেঞ্জ এক থাকে কোন রাউটার রেঞ্জ কম থাকে আবার কোন রাউটারের রেঞ্জ কম থাকে। অনেকে আছে একটু বেশি রেঞ্জ এর রাউটার দরকার বেশি রেঞ্জ রাউটার নিলে একটা জিনিস ভালো আপনার বাসা থেকে অনেক দূর পর্যন্ত সেই লাইনটা পাওয়া যায়। হাই রেঞ্জ রাউটার হয়তো সবাই চিনে না বা সবার বুজতে পারে না কোনটা হাই রেঞ্জ রাউটার হবে। কিছু হাই রেঞ্জ রাউটারের নাম হচ্ছে।
- Xiaomi Router 4C- price: 1,000
- Tenda F3 Easy- Price: 1,150
- D-Link Dir-615 Wireless N300 2 Antenna- Price: 1,000
- TP-Link Archer C6 V3.20 AC1200- Price: 3,200
- OLAX AX9 Pro- Price: 5,400
- Netis WF2409E-Price: 1,500
- Mercusys MW330HP- Price: 1690
- Cisco ISR4331-SEC-K9 Security Bundle- Price: 207,500
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আমরারা হয়তো এত সময় জেনে গেছেন একাউন্ট থেকে অন্য রাউটার কানেকশন কিভাবে করতে হয়। এছাড়াও হাইরেন্স রাউটার রাউটার সেটআপ রাউটার লগইন সম্পর্কে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য জানা হয়ে গেছে আপনি যদি আমাদের পুরো পোস্টটা পড়ে থাকেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন।
আপনার পাশের বাসায় যদি রাউটার কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাসায় রাউটার নিয়ে এক রাউটার থেকে আরেক রাউটার কানেকশন করতে পারবেন খুব সহজে। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটি ভিজিট করতে পারেন। এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url