ভিডিও করার জন্য কোন ক্যামেরা ভাল হবে
আমাদের মাঝে অনেকেই আছে যারা ভিডিও ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে কিন্তু যখন ভিডিও করার জন্য একটি ক্যামেরা কিনবে তখন তারা সঠিকভাবে বুঝতে পারে না যে ভিডিও করার জন্য কোন ক্যামেরা ভাল হবে ও বিশ্বের এক নাম্বার ক্যামেরা কোনটি এগুলো সম্পর্কে তাদের কোন ধারণা থাকে না। আসুন তাহলে আমরা আজকে সঠিক তথ্যটা জেনে নিব।
ভিডিও অনেক মানুষই করে কিন্তু তারা আসলে বুঝে না যে তাদের জন্য কোন ক্যামেরাটা ভালো হবে কোন ক্যামেরাটা কিনলে তারা খুব সহজে ভালো ভালো ভিডিও করতে পারবে। এটা জানতে হলে আপনাকে আমাদের পুরো পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি বুঝতে পারবেন।
ভূমিকা
এখনকার সময়ে দেখা যায় অনেকেই ভিডিও করে ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের রিলিস ছাড়ে আর এটা থেকে তারা টাকা উপার্জন করে। ভিডিও করতে হলে আপনার প্রথমে অবশ্যই প্রয়োজন হবে একটি ভাল ক্যামেরা। তবে আমাদের দেশে বিভিন্ন ধরনের ক্যামেরা রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব ভাল মতন ভিডিও করতে পারবেন ।
সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের ও ক্যামেরা রয়েছে তবে ডিএসএলআর অনেক বেশি ভালো ক্যামেরা। যা ছবি ও ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি ভালো। তবে ডিএসএল এর দামটা একটু বেশি আপনাদের দেশে কম দামের অনেক ভালো ভালো ক্যামেরা রয়েছে যেগুলো আপনি নিয়ে ভালো ভালো ভিডিও ছবি তুলতে পারেন।
ভিডিও করার জন্য কোন ক্যামেরা ভাল হবে
ভিডিও তো সবাই করে কিন্ত ভালো ক্যামেরা আবার কেউ কমা ক্যামেরা দিয়ে করে। যদি শুধু ভিডিও করেন তাহলে আপনাকে কিনতে হবে মিলল ক্যামেরা। আর ছবি তুললে ডিএসেলার দিয়ে তুলতে পারবেন। এখন সবাই কম দামে ভালো ভিডিও হবে এমন ক্যামেরা ফোন খুজে। আমাদের দামি ক্যামেরা ছাড়াও কিছু দামি ফোন আসছে যেগুলোর ক্যামেরা অনেক ভালো হচ্ছে।
অনেক মানুষ এই ফোন দিয়ে অনেক সুন্দর ভিডিও বানায়। তবে আমাদের দেশে এখন অনেক কোম্পানির ক্যামেরা আসছে যেগুলো কম বেশি ভালো ধরনের একটা ভিডিও করা হয়। আর এখন দেশের প্রায় সব মানুষ ভিডিও বানাই ইউটিউব ছারার জন্য। কিন্ত অনেক আছে যারা নতুন ভিডিও করবে তারা বুজতে পারে না যে কোন ক্যামেরা ভিডিও করার জন্য ভালো হবে।
তবে আমাদের দেশে এখন যেসব ক্যামেরা পাওয়া যায় তার মধ্যে কিছু দামি ক্যামেরা আছে ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। আমরা যারা ভিডিও করবো মনে করে এই ভিডিও রের্কড করাটা আপনার উপরে নির্ভর করবে। আর যারা নতুর ভিডিও করবে তাদের জন্য Tail Iar, panasonic,sony, canon আরও বিভিন্ন ধরনের ক্যামেরা এখন পাওয়া যায়। যেগুলো দিয়ে নতুন যারা ভিডিও করে তারা খুব সহজে ভিডিও করতে পারবে।
বিশ্বের এক নম্বর ক্যামেরা কোনটি
আমাদের দেশে এখন অনেক ধরনের ক্যামেরা পাওয়া যায়। আবার এখন যেসব ফোন গুলো আসছে সেগুলোর ক্যামেরা অনেক ভালো থাকে। অনেকে আছে দামি মিললরেস ক্যামেরা কিনতে চায় আবার অনেকে আছে ভালো একটা ফোন কিনবে মনে করে ক্যামেরা ভালোর জন্য। যারা নতুন ক্যামেরা বা ক্যামেরা ভালোর জন্য ফোন কিনতে গিয়ে কনফিউজ থাকে কোনটা কিনবো কোনটার ক্যামেরা ভালো হবে এগুলো ভাবতে থাকে।
ক্যামেরা মধ্যে বিভিন্ন ধরনের ক্যামেরা আছে বুলেট, ডোম, নিকন, কানন, আইপি আর বিভিন্ন ধরনের ক্যামেরা এখন পাওয়া যায় আমাদের দেশে যেগুলোর ভিডিও কলেটি অনেক ভালো থাকে। তবে এখন ক্যামেরার থেকে ফোনের ক্যামেরা যত দিন যাচ্ছে ততো জনপ্রিয় হয়ে যাচ্ছে। আমাদের দেশে এমন কিছু ফোন আসছে যে গুলোর ক্যামেরা ডিএসেলার মতো কিছুটা।
আবার সেগুলোর ভিডিও কলেটি অনেক ভালো। আামাদের ফোনের মধ্যে ২টা ফোনের ক্যামেরা এখন কার বাজারে খুব জনপ্রিয় আইফোন ও স্যাস্যাং এস২৩ আল্টা এই দুইটা ফোনের ক্যামেরার উপরে এখনো কোন ফোনের ক্যামেরা যায়নি। তবে এখন অনেক ফোন আসছে অনেক ভালো ক্যামেরা করছে সেসব ফোন গুলোর ক্যামেরা অনেক ভালো আছে।
একটা ক্যামেরার দাম কত
আমাদের দেশে বিভিন্ন ধরনের ক্যামেরা আছে। কিন্ত অনেকে আছে ক্যামেরা কিনবে কিন্ত দাম জানে না। তাদের জন্য দেখা যায় ক্যামেরা বিভিন্ন ধরনের আছে আপনি কেমন ক্যামেরা কিনবেন সেটার উপরে নির্ভর করবে আপনার দাম এক কথায় বলা যায় যে আপনি যত টাকা খরচ করবেন ঠিক তত ভাল ক্যামেরা পাবেন আপনার টাকার অংক যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি একটি ভাল ক্যামেরা কিনতে পারবেন আসুন তাহলে আমরা কয়েকটি ক্যামেরার দাম সম্পর্কে জেনে নিই।
- Fine X Digital Camera এই ক্যামেরার দাম হচ্ছে মাত্র ১১ হাজার টাকা
- Canon IXUS 185 এই ক্যামেরার দাম হচ্ছে ২১ হাজার
- Sony W830 এইটার দাম ২২ হাজার
- Canon IXUS 170 এইটার দাম ১৪০০
এই রকম আরও অনেক মডেলের অনেক ক্যামেরা আছে যেগুলোর বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার বাজেট কম থাকলে এই ফোন গুলো আপনি কিনতে পারেন। আর যাদের বাজট বেশি তারা এর থেকেও বেশি দামের কিনবে পারবেন। আমাদের দেশে ১ থেকে ২ লক্ষ টাকা দামের ক্যামেরা আছে। আরও অনেক দামি ক্যামেরা আছে আপনি কত মেগাপ্রিক্সেল ক্যামেরা নিবেন সেটার উপরে অনেক সময় নির্ভর করে।
ছবি তোলার জন্য কোন ক্যামেরা ভালো
আমরা সবাই জানি কম বেশি ছবি তোলার জন্য সব থেকে ভালো ক্যামেরা হচ্ছে ডিএসেলার। তবে কোন ক্যামেরাই ভালো ছবি আসবে এইরকম প্রশ্ন অনেকের মনের মধ্যে হয়ে থাকে। দুই ধরনের ক্যামেরা ছবি ও ভিডিও করার জন্য সক্ষম তবে শুধু ছবি তুলার জন্য ডিএসেলার প্রয়োজন। শুধু ক্যামেরা দিয়েই ভালো ছবি তুলা যায় এমন এখন এমন কিছু ফোন আমাদের দেশে আসছে যেগুলোর ক্যামেরা অনেক ভালো।
অনেক সুন্দর সুন্দর ছবি তুলা যায়। তবে বেশির ভাগ মানুষ এখন ডিএসেলার দিয়ে ছবি তুলে। আর সব জায়গায় এখন এই ডিএসেলার ব্যবহার করা হয়। যারা নতুন ডিএসেলার নিবেন ভাবছেন কিন্ত দাম জানেন না। নিকন ডি৩৩০০, কানন ইওএস ৭৫০ডি, নিকন ডি৫৫০০, কানন ইওএস ৭৬০ এই রকম আরও বিভিন্ন ধরনের ক্যামেরা এখন পাওয়া যায়।
কম দামে ভালো ভিডিও ক্যামেরা
আমরা সবাই একটু কম দামে ভালো মানের ক্যামেরা খুজি। নতুন ভিডিও করার জন্য যারা ক্যামেরা কিনতে কম বাজেটের মধ্যে আমাদের দেশে অনেক দামি ক্যামেরা আছে আবার অনেক কম দামি ক্যামেরা আছে। কম দামের মধ্যে যেসব ক্যামেরা গুলো পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় সেগুলো অনেক বেশি ভালো তবে আপনি যদি একটু টাকা বেশি দিয়ে ক্যামেরা কিনেন তাহলে আপনি অনেক বেশি ভালো একটা ক্যামেরা কিনতে পারবেন।
- Sony HDR-SR11 10.2MP Handycam Camcorder এটার দাম ৩২ থেকে ৩৩ হাজার
- Sony HDR-SR12 10.2MP Touch Panel Handycam এটার দাম ৩৬ তেকে ৩৭ হাজার
- Panasonic HC-PV100 LED Video Light Professional Camcorder এটার দাম ৮৭ থেকে ৮৮ হাজার
- Sony HDR-CX160 HD Camcorder এটার দাম ২১ থেকে ২২ হাজার
- Nikon D53000 এটার দাম ২৩,৫০০ টাকা
- Canon EOS 6D Body এটার দাম ৩০,৫০০ টাকা
- 12MP 4K Action Sports Camera এটার দাম ৩,১৪৯ টাকা
এই রকম আরও কিছু ক্যামেরা আছে কম দামের। এই ক্যামেরা গুলো আমাদের দেশে অনেক বেশি চলে। এর ভিডিও কলেটি অনেক ভালো দেয়। বর্তমানে আমরা কমবেশি দেখতে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই কনটেন্ট তৈরি করতে পছন্দ করি এছাড়াও অনেক ভিডিও পিক ছাড়তে পছন্দ করি। এক কথায় বলা যায় যে ভিডিওগ্রাফি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া অনেক দুর্ভাগ্যের বিষয়।
লেখকের মন্তব্য
প্রিয় গ্রাহক আপনি এত সময় হয়তো বা জেনে গেছেন যে ভিডিও করার জন্য কোন ক্যামেরা ভাল হবে একটা ক্যামেরার দাম কত ও ছবি তোলার জন্য কোন ক্যামেরা ভালো বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে এত সময় আপনি জেনে গেছেন। ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ও ছবি তোলা হয় তবে অনেকে হয়তো বা জানে না যে কোন ক্যামেরা দিয়ে সবচেয়ে ভালো ছবি তোলা যায় বা কোন ক্যামেরা দিয়ে সবচেয়ে ভালো ভিডিও করা যায়।
আপনি যদি আমাদের পোস্টটা পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই এত সময়ে জেনে গেছেন যে কোন ক্যামেরা দিয়ে সবচেয়ে ভালো ভিডিও করা যায় ও বিশ্বের এক নাম্বার ক্যামেরা কোনটি বিভিন্ন ধরনের ক্যামেরার দাম সম্পর্কে। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন বিভিন্ন ধরনের তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যদি কোন মতামত থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url