প্রজেক্টর দিয়ে কিভাবে টিভি চালানো যায়
প্রিয় পাঠক আপনারা হয়তো জানেন না প্রজেক্টর দিয়ে কিভাবে টিভি চালানো যায় ও প্রজেক্টর কি দৈনন্দিন টিভিতে ব্যবহার করা যায় এই সম্পর্কে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে। আসুন তাহলে আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রজেক্টর সম্পর্কে সব উত্তর পেতে হলে আপনাদেরকে পুরো পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আপনারা প্রজেক্টরের বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কিত জানতে পারবেন।
প্রজেক্টর দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও ছবি স্কিন বড় করে দেখতে পাই। প্রজেক্টর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। আমাদের দৈনন্দিন জীবনে প্রজেক্টর এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।
ভূমিকা
প্রজেক্টরের প্রধান কাজ হচ্ছে যে কোন ভিডিও ছবি অনেক বড় করে দেখানো। যে কোন মানুষ প্রজেক্টরের মাধ্যমে যেকোন ভিডিও ছবি খুব বড় করেই দেখতে পাই। প্রজেক্টর জীবন তো চিত্র সরবরাহ করে। এক একটা প্রজেক্টরে একেকটা আলোর উৎস ব্যবহার করা হয়। প্রজেক্টর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন বিজ্ঞাপন দেখানোর জন্য ছবি দেখানোর জন্য ভিডিও দেখানোর জন্য খবর দেখানোর জন্য অথবা ক্যালেন্ডার দেখানোর জন্য। এছাড়া অনেক শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রজেক্টর ব্যবহার করে। এক কথায় বলা যায় প্রজেক্টর আমাদের দৈনন্দিন জীবনকে খুব সহজ করে তুলেছে।
প্রজেক্টর দিয়ে কিভাবে টিভি চালানো যায়
প্রজেক্টর আমরা সবাই ব্যবহার করি। প্রজেক্টর দিয়ে কিভাবে আমরা টিভি চালানোে এটা হয়তো সবাই এখনো জানে না। আমাদের দেশের এই প্রজেক্টর একটা বিশাল জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্রজেক্টর দিয়ে আমরা এখন অনেক ছোট জিনিসকে বড় করে দেখতে পায়। আর এখন যেসব প্রজেক্টর গুলো এসেছে এগুলোতে আপনি টিভিতে দেখতে পারবেন আবার নেট ব্যবহার করে নেটের বিভিন্ন ধরনের ওয়েবসাইট চালাতে পারবেন।
প্রজেক্টর দিয়ে কিভাবে টিভি করবেন আসেন জেনে নিই ।প্রজেক্টরকে টিভি করতে প্রথমে আপনার লাগবে একটা টিভি কার্ড একটি সাউন বক্স একটি সাদা পদ্দা আর এর সাথে মেন যেটা আমাদের দরকার সেটা হলো ডিস লাইন। প্রথমে আমরা ডিস লাইনটাকে টিভি কার্ড এর সাথে কানেট করতে হবে তারপরে টিভি কার্ড থেকে প্রজেক্টর এর সাথে কানেট করতে হবে।
টিভি কার্ড থেকে সাউন বক্স এর লাইন হবে। আর এখন আরও উন্নত মানের প্রজেক্টর আসেছে যেগুলোতে আপনি নেট ব্যবহার করতে পারবেন। এই ব্যবহার করেও টিভি চালাতে পারবেন। প্রজেক্টরে বিভিন্ন ধরনের পোট আছে সেই পোট কাজ প্রত্যেকটার ভিন্ন ভিন্ন থাকে। পেনড্রাইভ, এইচডিএমআই, মনিটর আরও কিছু পোট থাকে। তবে এখন কার প্রজেক্টর গুলোতে টিভি কার্ড লাগে না এটা আপনি ডাইরেট প্রজেক্টরের সাথে ডিস লাগাতে পারবেন।
প্রজেক্টর কি দৈনন্দিন টিভিতে ব্যবহার করা যায়
প্রজেক্টর হচ্ছে ইলেকট্রিকাল ও অপটিক্যাল যন্ত্র যা দিয়ে আমরা ছোট ছোট সব কিছু বড় করে দেখতে পায় ভিডিও, ছবি, গান ইত্যাদি সব গুলোই বড় করে দেখতে পাওয়া যায় খুব সহজে। প্রজেক্টর কি আমরা সবসময় বা প্রতিদিন আমাদের দৈনন্দিন টিভিতে ব্যবহার করতে পারব কি আসুন জানি। প্রজেক্টর আমরা চাইলে প্রতিদিন আমাদের দৈনন্দিন কাজে বা টিভি হিসেবে ব্যবহার করেত পারব।
এটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহরের জন্য ভালো হবে। তবে এটা যদি আপনার দৈনন্দিন কাজে পছন্দ হয় তাহলে আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন। প্রজেক্টর ব্যবহারের জন্য আমাদের একটু বড় জায়গার প্রয়োজন নাতো আমরা বড় পদ্দা করে দেখতে পাবো না। আপনার যদি মনে হয় এটা পরিবেশে চালাতে পারবেন জায়গা আছে তাহলে আপনি দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন।
প্রজেক্টর মূলত সিনেমা হলে বেশি চলে। কারণ সেখানে অনেক মানুষ সিনেমা দেখতে আর প্রজেক্টর পদ্দা অনেক বড় থাকায় অনেক মানুষ একসাথে দেখতে পায়। প্রজেক্টর হচ্ছে আমাদের সিনেম্যাটিক এর অভিঙ্গতা তৈরির জন্য এটা দুর্দান্ত কাজ করে। আবার গেম খেলার ক্ষেত্রে এটা ভালো কাজ করে। প্রজেক্টর দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে যদি আপনার এটা পছন্দ থাকে আর পরিবেশ চলার মতো হলে এটা আপনি দৈনন্দিন কাজে সবসময় টিভির মতো করে ব্যবহার করতে পারবেন।
মিনি প্রজেক্টরে কিভাবে মুভি চালাব
আমাদের দেশে এখন মিনি যেসব প্রজেক্টর আসছে সেগুলোতে প্রজেক্টর আপনি ফোন, ট্যাবলেট, ল্যাপটপ এগুলো দিয়ে কানেট করতে পারবেন। মিনি প্রজেক্টর দিয়ে কভিাবে আপনারা মুভি বা সিনেমা দেখবেন আজ এই বিষযে জানবো। আপনি যদি মনে করেন তাহলে সরাসরি আপনার ফোন, ল্যাপটপ, বা এইচডিএমআই এগুলো তারের সাথে সংযুক্ত করে সামঞ্জস্যপর্ন ভাবে ডিভাইস সংযুক্ত করে বিষয়বস্ত্র সিস্টেম গুলো অন করতে পারবেন।
তাছাড়াও আপনারা যদি মনে করেন তাহলে এইচডিএমআই অ্যাডাপ্টারগুলি আপনার ফোন বা ট্যাবের সাথে সংযুক্ত করে টাইপসি ও ইউএসবি কোডের সাথে সংযোগ করে নিতে পারবেন। আপনি যদি প্রজেক্টরে গেম খেলবেন মনে করেন তাহলে এইচডিএমআই এর সাথে ভিডিও গেম এর কনসালগুলোকে ভালো করে সংযুক্ত করে নিলে তখন প্রজেক্টরে গেম উপভোগ করতে পারবেন। এইভাবেই আপনি চাইলে আপনার প্রজেক্টরে মুভি ও সিনেমা চালাতে পারবেন। এখন আমাদের দেশের মিনি প্রজেক্টরে আপনি যেকোন ডিভাইস সংযুক্ত করে সেটাকে বড় করে দেখতে পারবেন।
প্রজেক্টর ও মনিটরের মধ্যে দুটি পার্থক্য
প্রজেক্টর ও মনিটর এগুলো আমরা সবাই কম বেশি ব্যবহার করি। কিন্ত এই দুইটার মধ্যে পার্থক্য কি এটা আমরা সবাই জানি না। যদিও প্রজেক্টর গুলি হচ্ছে মুভি ইত্সাহিদের জন্য আর যারা মনে করেন বিস্তৃত কর্মক্ষেত্রর জন্য মনে করেন তাদের জন্য রয়েছে একটি বৃহত্তর সুভি দেখার অভিঙ্গতা রয়ে গেছে। ঐতিহ্যগুলি মনিটরগুলি সম্পষ্টতা রঙ্গর হয়ে থাকে নিভুর ভাবে করা।
প্রজেক্টর আর মনিটারের মধ্যে তেপন কোনো পারথ্য নাই মনিটরে আপনি মুভি সিনেমা টিভি কম্পিউটার এর মতো করে ব্যবহার করতে পারবেন। মনিটর এর ড্রিসপ্লে ছোট থাকে এটাতে যেকোন জিনিস ছোট করে দেখতে পারবেন নির্দিষ্ট একটা জায়গায় রেখে। আর প্রজেক্টর ক্ষেত্রে সেম একই জিনিস দেখতে পাবেন মুভি,সিনেমা, পিসির সাথে সংযুক্ত করে কম্পিউটার করতে পারবেন।
নেট সংযুক্ত করে এটাতে নেট ব্যবহার করতে পারবেন। প্রজেক্টরে যেকোন কিছু আপনি বড় করে দেখতে পারবেন। দূরে প্রজেক্টর রেখে সামনে একটা সাদা পরর্দা দিয়ে অনেক বড় করে সেগুলো দেখতে পাবেন। প্রজেক্টর চালাতে একটু বেশি জায়গা লাগে। এটাই হচ্ছে প্রজেক্টর ও মনিটরের মধ্যে পার্থক্য।
প্রজেক্টর কিভাবে কাজ করে
প্রজেক্টর একটি ইলেকট্রিকা ও অপটিক্যাল। এটি কিভাবে কাজ করে সেটা হয়তো অনেকে জানে না। প্রজেক্টর হলো এমন এক যন্ত্র যা দিয়ে খুব সহজে আমরা যেকোন ভিডিও কে বড় করে দেখতে পারি। এই প্র্রেজক্টর গুলো আমাদের সকল ভিডিও দেখে তৃপ্তি আনে। আর এই এখন কার আধুনিক ডিভাইস এর নাম হচ্ছে প্রজেক্টর।
এখন আমাদের দেশে অনেক ধরনের প্রজেক্টর আসেছে যে গুলো আপনি ফোন, ল্যাপটপ, পিসি, ডিস সব কিছুর সাথেই সংযুক্ত করে ভিডিও ছবি দেখতে পারবেন। প্রজেক্টর যে কোন কিছুর সাথে সংযুক্ত করার পর আলোর বিচ্ছুরনের মাধ্যমে এটা পদ্দায় আলো প্রতিফলন করে। এই আলোর প্রতিফলন থেকেই আমরা মূলত প্রজেক্টর ভিডিও ছবি গুলো দেখতে পায়।
আপনি যেই প্রজেক্টর ব্যবহার করেন না কেন প্রজেক্টর এই আলোর প্রতিফলন না হলে আপনি কোন কিছু্ই দেখতে পারবেন না। প্রজেক্টর আসল কাজ হচ্ছে আলো প্রতিফলন করা। প্রজেক্টর রিমোর্ট মাধ্যমে কাজ করাতে পারবেন আবার প্রজেক্টরে থাকা বাটন ব্যবহার করেও কাজ করতে পারবেন বা যেকোন ডিভাইসে জেতে পারবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক এত সময় আপনি জেনে গেছেন প্রজেক্টর দিয়ে কিভাবে টিভি চালানো যায় ও মিনি প্রজেক্টর কিভাবে মুভি চালায় প্রজেক্টর কিভাবে কাজ করে বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আপনার জানা হয়ে গেছে। দিন দিন প্রজেক্টরের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে যে কোন অফিসে বড় বড় মিটিংয়ে ও যে কোন কলেজে ব্যবহার করা হয় প্রজেক্টর।
প্রজেক্টর দিয়ে আমরা ভিডিও ছবি দেখতে পারি সেটি অনেক বড় করে। এক কথায় বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে প্রজেক্টরের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারে। এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url