বাংলালিংক সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
আমাদের মাঝে কম বেশি সবাই সিম ব্যবহার করে থাকে কারণ মোবাইলে কথা বলার জন্য প্রথমে প্রয়োজন হয় সিম বাংলালিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল সিম ব্যবহার করা হয়। তবে অনেকেই জানেনা যে বাংলালিংক সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন কিভাবে করে? ও রবি সিম রেজিস্ট্রেশন চেক কিভাবে করে। আজকে আমরা জানাবো যে কিভাবে সিম রেজিস্ট্রেশন অনলাইন চেক করা যায় জানতে হলে পুরো পোস্টটা আপনাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে।
আপনি আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে কয়টি সিম ব্যবহার করেন বা আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা খুব সহজেই জানতে পারবেন অনলাইনের মাধ্যমে।
ভূমিকা
আপনি যে কোন সিম অনলাইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন চেক করতে পারবেন রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন টেলিটক অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন আসলে আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে। এছাড়াও আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা আপনি খুব সহজে জানতে পারবেন। এছাড়াও আপনার জাতীয় পত্র ব্যবহার করে যদি অন্য কেউ যদি সিম রেজিস্ট্রেশন করে তাহলে আপনি তা রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন বা অন্য কারো নামেও ট্রান্সফার করে দিতে পারবেন। সিম সম্পর্কে আরো তথ্য আমরা জেনে নিব।
বাংলালিংক সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
আমরা সবাই banglalink সিম ইউজ করি। কিন্তু এখনো আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা সিম ব্যবহার করে কিন্তু সঠিক ব্যবহার জানেনা। আমরা যখন সিম কিনে তখন সেই সিম রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রথমে লাগে ভোটার আইডি কার্ড থাকা ভোটার কার্ডের নাম্বার থাকে সেই নাম্বারটা ব্যবহার করে আমরা সিম তুলতে পারি।
কিন্তু সিম তোলার পরে সেই সিম রেজিস্ট্রেশন হয়ছে কিনা এটা অনেকে জানে না। আপনার সিম রেজিস্ট্রেশন হয়ছে কিনা এটা কিভাবে দেখবেন আসুন সেটা জানি। আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করেন তাহলে আজকে আপনি জানতে পারবেন যে আপনার সিম কি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে নাকি অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে জানবেন।
এটা চেক করার জন্য প্রথমে আপনার ফোনের নাম্বার পেডে যেতে হবে সেখানে আপনাকে ডাইল করতে হবে *১৬০০*২# এটা লিখে কল দিতে হবে। কল দিবার কিছু সময় পরে আপনার ফোনে একটা এসএমএস আসবে সেই এসএমএস অপেন করার পরে সেখানে লিখা থাকবে যে কার ভোটার কাড দিয়ে এই সিম তোলা হয়েছে। তখন আপনি বুজতে পারবেন আপনার নামে আছে না অন্য কারো নামে আছে।
রবি সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
আমাদের দেশে সবাই কমবেশি রবি সিম ব্যবহার করে। কিন্ত রবি সিমের রেজিস্ট্রেশন চেক করতে এখনো অনেক মানুষ জানে না। আজকে আমরা জানবো কিভাবে রবি সিমের রেজিস্ট্রেশন চেক করবেন। আমাদের অনেক মানুষ এই রবি সিম ব্যবহার করে। আগে এর ব্যবহার কম থাকলেও এখন যত দিন যাই তত বেশি এর ব্যবহার বাড়ে। আস্তে আস্তে এর ব্যবহার অনেক বেশি হয়ে গেছে।
কিন্ত আমরা অনেক সময় অন্যের দেয়া সিম ব্যবহার করি। কিভাবে রবি সিমের রেজিস্ট্রেশন আপনি একাই চেক করবেন। প্রথমে আপনি *১৬০০*৩# এটা তুলবেন দিয়ে কল দিবেন। কল দিবার কিছু সময় পর আপনার ফোনে একটা এসএমএস আসবে।তখন এসএমএস অন করে দেখতে পাবেন যে কয়টা সিম তুলা হয়েছে। কার নামে আছে সেটাও দেখতে পাবেন।
সিমের মালিকানা পরিবর্তন করতে কত টাকা লাগে
আমাদের দেশে সবাই সিম ব্যবহার করে। ছোট বড় সবার কাছেই সিম ব্যবহার করতে দেখা যায়। আবার অনেক মানুষ আছে যাদের ভোটার কাড নাই দেখে আরেক জনার ভোটার কাড দিয়ে সিম তুলে নেয়। পরে যখন তার নিজের ভোটার কাড হয় তখন কিভাবে নিজের নামে এই সিম করে নিবে এটা বুজতে পারে না। যারা অন্যের ভোটার কাড দিয়ে সিম তুলেন তারা পরে নিজের কাড হবার পরে সেই সিম খুব সহজে নিজের নামে করে নিতে পারবে।
কিভাবে নিজের নামে করবেন এটা হয়তো সবাই জানে না। কিভাবে নিজের নামে করবেন প্রথমে আপনার সিম নিয়ে আপনার এলাকার যে কোন একটা সিমের দোকানে যাবেন সেই দোকানে গিয়ে বলবেন যে আপনার সিমের মালিকানা চেঞ্জ করবেন। তারপরে দোকানদার আপনার এনআইডি কাড নিবে দিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করে দিবে আর এটা করতে আপনার দুই হাতের আঙ্গুল এর ফিংগার নিবে। যখনি ফিংগার নিয়ে সব কিছু হয় তখন সেটা আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তবে যখন মালিকানা চেঞ্জ করবেন তখন অব্যশই দুই জনকে লাগবে যার নামে ছিলো তাকেও লাগবে আবার যার নামে রেজিস্ট্রেশন করবেন তাকেও লাগবে।
সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন বাংলাদেশ
আমরা যারা সিম ব্যবহার করি তারা হয়তো অনেকে জানে না কিভাবে অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করা যায়। সিম কিন্ত আমরা সবাই ব্যবহার করি রবি, বাংলালিংক, গ্রামীণ ,এয়ালটেল, টেলিটক, ইসকেটো বিভিন্ন ধরনের সিম আমরা ব্যবহার করি। কিন্ত সিম কার নামে আছে এটা অনেকে জানে না কারণ যাদের বয়স কম তারা অন্যের সাহায্য নিয়ে সিম কিনে।
তবে আমাদেরে একটা জিনিস দেখতে হবে যে আমাদের নামে কয়টা সিম তুলা আছে। এটা কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনে দেখবেন সেই বিষয়ে কি আপনি জানেন। না জানলে জেনে নিন কিভাবে অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করবেন। অনলাইনের থেকে আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চেক করেন তাও পারবেন। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন সেটা হয়তো আমরা অনেকে জানি না।
আপনি যদি রবি সিম ব্যবহার করেন তাহলে *১৬০০*৩# এটা তুলে কল দিবেন তারপরে তারা এসএমএস দিয়ে আপনাকে জানিয়ে দিবে। বাংলালিংক সিম ব্যবহার করলে আপনাকে যেটা করতে হবে *১৬০০*২# এটা তুলে কল করতে হবে। আর যারা গ্রামীণ সিম ব্যবহার করেন তাদের জন্য ৪৯৪৯ এটা তুলে কল দিবেন তারা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। আপনার নামে কয়টা সিম আছে তখন আপনি সব গুলো দেখতে পাবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আপনারা হয়তোবা এত সময় জেনে গেছেন বাংলা সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন রবি সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন এছাড়াও সিমের মালিকানা পরিবর্তন করতে কত টাকা লাগে সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আপনাদের এত সময় জানা হয়ে গেছে। আমাদের দেশে প্রায় চার থেকে পাঁচ ধরনের সিম পাওয়া যায় যেমন গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি এগুলো সিম পাওয়া যায়।
কিন্তু অনেক সময় দেখা যায় যে যাদের এনআইডি নাই তারা অন্যের এনআইডি ব্যবহার করে সিম তুলে এবং সেই সিম ব্যবহার করে আপনি যদি চান তাহলে আপনার এন আই ডি দিয়ে কয়টি সিম আছে তা খুব সহজে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিটি নতুন নতুন তথ্য পেতে আবার ওয়েবসাইটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url