পকেট রাউটারের দাম কত ২০২৪
অনেক মানুষ আছে যারা জানতে চায় পকেট রাউটারের দাম কত ২০২৪ সালে এছাড়াও পকেট রাউটার কি এটা সম্পর্কে অনেকের ধারণা থাকে না। আজকে আমরা আপনাদেরকে জানাবো পকেট রাউটার সম্পর্কে আর জানতে হলে অবশ্যই আপনাকে পুরো পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি বুঝতে পারবেন।
আমরা হয়তোবা জানি না পকেট রাউটার কি? রাউটার হল একটি ছোট ইন্টারনেট এক্সেস পয়েন্ট বা আপনার মোবাইল বা অন্য ডিভাইস এর মাধ্যমে যে ইন্টারনেট সংযুক্ত হবে সেটাকে বলা হয় পকেট রাউটার।
ভূমিকা
বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘরে বাইরে অফিস আদালত সব জায়গাতেই ইন্টারনেটের ব্যবহার করা হয়। কিন্তু দেখা যায় আমাদের হাতের কাছে সব সময় ইন্টারনেট সংযোগ থাকে না আর এর জন্য আপনার খুব প্রয়োজন বা কাজে লাগতে পারে একটি পকেট রাউটার। পকেট রাউটার হচ্ছে একটি বহনযোগ্য ছোট রাউটার। এটি একটি সিম স্লট দিয়ে আসে যাতে আপনি আপনার মোবাইল ফোনে সিম ব্যবহার করে ইন্টারনেট শেয়ার করতে পারবেন। আসুন তাহলে ইন্টারনেট পকেট রাউটার সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
পকেট রাউটারের দাম কত ২০২৪
আমাদের দেশে এখন বর্তমান সময়ে ওয়াইফাই এর ব্যবহারটা অনেক বেশি হয়ে থাকছে। এখন সব কিছু ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল বা কম্পিউটারে নেট কানেট করে সব রকম কাজ করে থাকে। ব্যাংক এর কাজে ওয়াইফাই লাগে ইউটিউব চালাতে ওয়াইফাই লাগে প্রায় আপনি যে কাজটাই ফোন থেকে করতে যাবেন তখন আপনার ফোনে এমবি লাগবে আর এখন মানুষ বেশির ভাগ ওয়াইফাই নিচ্ছে।
আমাদের দেশে এখনো অনেক জায়গা আছে যেগুলোতে নেট নাই সিমের নেটওয়ার্ক পাই না ওয়াইফাই এর কোন সিস্টেম নাই তাদের পকেট রাউটার দরকার থাকে। কারণ একটা প্যাকেট থাকলে সেখানে ওয়াইফাই এর মত কাজ করা যাবে। আপনি যখন পকেট রাইটার নিবেন তার আগে জানতে হবে কোনটা ভালো হবে। আমাদের দেশে বিভিন্ন মডেলের পকেট রাউটার পাওয়া যায়। কিছু পকেট রাউটারের নাম
- LTE MF925 Wireless Router = 2800
- Huawei Airtel E5573Cs-609 4G 150 Mbps Wireless Router = 3700
- Tp-Link M7200 150 Mbps 4G LTE pocket Router = 5999
- PW100 Power Bank 4G Pocket Wifi = 4399
- Robi XRTA PR50 4G Lite Wireless Pocket Router = 4450
- 4g Mobile Wifi = 3499
- Alcatel EE71 4G Pocket Router = 8400
পকেট রাউটার কি
পকেট রাউটার এখন আমরা সবাই ব্যবহার করি। আগের মতো কেউ আর সিমে এমবি তুলে না সবাই এখন রাউটার ওয়াইফাই ব্যবহার করে। কারণ আগের থেকে এখন এমবি দাম অনেক বেশি হয়ে গেছে। পকেট রাউটার কি এটা অনেক মানুষ আছে যারা এখনো জানে না। পকেট রাউটার হচ্ছে একটি পোর্টেবল ওয়্যারলেস মডেম ওয়াইফাই মোবাইল হটস্পট বা ইন্টারনেট ডঙ্গল নামেও পরিচিত। এটি যেকোন ওয়াইফাই ডিভাইস স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, এবং ট্যাবলেট আরও অনেক কিছু কানেট করা যায়।
একটি মোবাইল টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারে। আমরা যখন আমাদের কাজে গ্রামের দিকে যাই তখন অনেক সময় আমাদের ফোনে ইন্টারনেট খুব কম কাজ করে তখন আমাদের ইন্টারনেট ব্যবহার করতে অনেক অসুবিধা হয়ে যায়। এই জন্য এখন সবাই পকেট রাউটার ব্যবহার করে কারণ পকেট রাউটার যেখানেই জান আপনি ফুল নেট পাবেন সব জায়গাই কোনো রকম তখন নেট এর প্রবলেম হবে না।
গ্রামীণফোন পকেট রাউটার দাম
আমাদের দেশে যেহেতু অনেক রকমের পকেট রাউটার আছে। সেই কারণে আমরা সবাই ভিন্ন ভিন্ন রকমের পকেট রাউটার কিনে থাকি। যার কাছে যেটা ভালো লাগে কিংবা যার কাছে যেটা পছন্দ হয় সে সেটা কিনে। তবে পকেট রাউটারের ভিতরে অনেক পার্থক্য থাকে কোনটা হাই কোয়ালিটি কোনটা লো কোয়ালিটি ফোরজি ফাইভ জি অনেক রকমের পার্থক্য আছে।
আপনি যদি গ্রামীণ এর 4জি পকেট রাউটার কিনেন তাহলে আপনার ৩০০০ থেকে ৩৫০০ মতো হবে। এখন সব সময় সব খানে আপনি আপনার পকেট রাউটার ব্যবহার করতে পারবেন। গ্রামীণ ফোন তার গ্রাহকেন প্রয়োজনে নিয়ে এসছে নিত্যনতুন এক সেবা বা সুবিধা। জিপি পকেট রাউটার মাধ্যমে আপনি একেবারে প্রত্যন্ত জাযগা থেকেও একাধিক ভোক্তা একইসাথে গ্রামীণ ফোনের 4জি পকেট রাউটার থেকে নেট ব্যবহার করতে পারবে।
ডাটা কানেক্টিবিটি শেয়ারে এমএফ৯২৭ইউ প্রযুক্তি দেবে ৩০০ এমবিপিএস রাউটার। সহজে বহনযোগ্য রাইটারটি হবে ৭৮৭৮১৪.৫ মি.লি মিটার। এটার ব্যাটারি বেকআপ দেয় ভালো ব্যাটারি আছে ২০০০ অ্যাম্পিয়ার এর। এই রাউটর আপনি একটানা ৭ ৮ ঘন্টা একবার ফুল চারঞ্জ দিয়ে চালাতে পারবেন।
4G পকেট রাউটার দাম ২০২৪
আমাদের দেশে অনেক পকেট রাউটারের মডেল েআছে। প্রতিটা পকেট রাউটারের দাম ভিন্ন হয়ে থাকে। রাউটারের উপরে আপনার দাম নির্ভর করবে। ভালো রাউটার নিলে ভালো দাম দিতে হবেই। তাহলে এখন আপনাদের কিছু পকেট রাউটার এর নাম বলি এর মধ্যে দেখতে পারেন আপনার কোনটা ভালো লাগে।
- Huawei R218H 4G = 3.790
- OLAX MT 10 4G LTE = 2.790
- Netgear Orbi RBS850 AX6000 6Gbps Tri Band Mesh = 40.000
- TP-Link M7000 300 Mbps 4G = 4.290
- Ruijie RG EW1200G = 5000
- OLAX AAX6 Pro 4G LTE = 3.990
- ZTE MF920U 4G = 3.590
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আপনি হয়তোবা এত সময় জেনে গেছেন পকেট রাউটারের দাম ২৪ সালের কত এছাড়াও পকেট রাউটার কি গ্রামীণফোন পকেট রাউটার দাম এগুলো সম্পর্কে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য জানা হয়ে গেছে। আমরা সাধারণত রাউটার দিয়ে মোবাইল বা যেকোনো ব্রাউজারে ইন্টারনেট ব্যবহার করে থাকি আজকাল পকেট রাউটার বের হয়েছে যা আপনি সব সময় ইউজ করতে পারবেন বাইরে গেলেও।
আশা করছি আপনি যদি পুরো পোস্টটি পড়েন তাহলে অনেক বেশি উপকৃত হবেন। আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url