ডিজিটাল ক্যামেরা কিভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়
প্রিয় পাঠক আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডিজিটাল ক্যামেরা কিভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায় ও সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপ এগুলো সম্পর্কে তাদের ধারণা থাকে না।ক্যামেরা দিয়ে ভিডিও ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে। আসুন তাহলে আজকে আমরা ক্যামেরার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে জানাবো। আর সঠিক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে পুরো পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে।
আমরা হয়তো জানি না ডিজিটাল ক্যামেরা হচ্ছে ওয়েবক্যাম ক্যামেরার একটি বিশেষ রুপ। এমন একটি হার্ডওয়ার যা কম্পিউটারে ভিডিও প্রবেশ করানো হয় এজন্য এটাকে বলা হয় ইনপু ডিভাইস।
ভূমিকা
আমাদের মাঝে অনেকেই আছে যারা ভিডিও করতে অনেক বেশি পছন্দ করে। ভিডিও করে তারা facebook instagram ইউটিউবে ছাড়ে কিন্তু ভিডিও করার জন্য প্রথমে প্রয়োজন হয় একটি ভালো ক্যামেরা অথবা ভালো ক্যামেরার অ্যাপ ছবি তোলার জন্য। এছাড়াও ওয়েব ক্যাম হচ্ছে এমন ধরনের একটি ভিডিও ক্যামেরা যা ভিডিও কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে মনিটর কে প্রদর্শন করে।
এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে অন্য কোথাও এটি প্রেরণ করতে পারবে এক কথায় বলা যায় যে ওয়েবক্যাম হলো একটি বিশেষ ধরনের ক্যামেরা। ভালো ক্যামেরা আমরা সবাই খুজি ফটোগ্রাফির জন্য আবার অনেকের দেখা যায় যে বাজেট কম কিন্তু ভালো ক্যামেরা খুজি। আমাদের দেশে বাজেট কেমন মধ্যে অনেকগুলো ভালো ক্যামেরা রয়েছে। আসুন তাহলে আমরা ক্যামেরার সম্পর্কে আরো বিস্তারিত জানবো।
ডিজিটাল ক্যামেরা কিভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়
ডিজিটাল ওয়েবক্যাম হিসেবে আমাদের দেশে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে অফিস আদালত বিভিন্ন ধরনের কাজে এই সব ব্যবহার করে ভিডিও করা কনফারেন্স করা হয়। আপনি যদি একজন শিক্ষক হন বা ইউটিউব সে ক্ষেত্রে এটি আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে। যারা দেখা যায় যে ল্যাপটপ ব্যবহার করে তারা খুব ভালো করেই জানে যে ওয়েব ক্যামেরার কোয়ালিটি কতটা ভালো হয়।
ওয়বক্যামেরা নিজষ্ব যেটার নিজস্ব একটা আইপি আছে। আবার এই ক্যামেরা সরাসরি ইন্টারনেটের সাথে সংযুক্ত করা হয়। এই ক্যামেরা অনেকগুলো নেটওয়ার্ক একসাথে সংযুক্ত করে সমর্থন করে নেয় আবার এটাতে আছে tcp/ip। ওয়েবক্যাম এটা ল্যান এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে আইপি ঠিকানা দিয়ে অ্যাক্সেস করতে পারে। যেসব উন্নত মানের ওয়েবক্যাম গুলো সেগুলোর গতি সনাক্তকরণ ইমেল এলাম বা এফটিপি এলাম সংযুক্ত করতে পারে। ওয়েবক্যাম এটার যেসব ব্যবহার বিধি আছে সেগুলো হলো
- দূরবর্তী নেটওয়ার্ক পর্যবেক্ষণ ফাংশন
- এলাম ভিডিও রেকডিং ফাংশন
- পর্দা সেটিংস ফাংশন
- এলাম ফাংশন
- উচ্চ সিস্টেম বিস্তৃতি
সবচেয়ে ভালো ক্যামেরার অ্যাপ
আমাদের মাঝে অনেকে আছে যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে কিন্তু তারা জানে যারা যে সবচেয়ে ভালো ক্যামেরার অ্যাপস কোনগুলো আজকে আমরা জানাবো যে সবচেয়ে ভালো ক্যামেরার অ্যাপস কোনগুলো। ভালো ক্যামেরার অ্যাপস বলতে আমরা বিউটি ক্যামেরাকেও মূলত বলি বিউটি ক্যামেরা হচ্ছে এমন একটি ক্যামেরা যা আপনার ছবি অনেক সুন্দর করে দিবে বিউটিফিল্ডার দিয়ে।
এছাড়া রয়েছে air sticker এবং ফেসিয়াল বিউটফাইং মোবাইল দিয়ে এখন অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় বা ফটোগ্রাফি করা যাই। মোবাইল হচ্ছে আমাদের নতুন যুগের একটি সূচনা যেখানে আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি ডিএসএলআর এর মতন ক্যামেরার ছবি তুলতে পারবেন। তবে আপনাকে এর জন্য জানতে হবে ক্যামেরার অ্যাপস এর নাম গুলো।
- Camera 360 Lite
- Mix Camera for Mi Camera
- Pictica
- ProCamX-Lite
- Camera Zooom Fx Premium
- Footej Camera -PRO HF Camera
- VSCO
- AdObe Lightroom Mobil
- ProCamera
- Snapseed
এই ক্যামেরা দিয়ে যদি আপনারা পিক তুলেন তাহলে সেই পিক ইডিট করা লাগবে না। কারন এই অ্যাপ্স গুলোর মধ্যে এমন কিছু জিনিস ব্যবহার করা হয়েছে যেগুলো আপনি পিক তুলার সাথে সাথে ইডিট হয়ে যাবে আর পিক দেখতে তখন আরও বেশি সুন্দর লাগবে। আমরা অনেক মানুষ আছি যারা সুন্দর সুন্দর ছবি তুলার জন্য খুজি তারা এই অ্যাপ্স ব্যবহার করতে পারে।
কোন স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা সবচেয়ে ভালো
আমাদের দেশে স্যামসাং বাদেও অনেক ধরনের ফোন আসছে। কিন্তু স্যামসাং অনেক আগে থেকে আমাদের দেশের একটা জনপ্রিয় ব্যান্ড এর ফোন। আগে যেমন স্যামসাং এর ফোন সবাই ব্যবহার করতো ঠিক এখনো আমাদের দেশের অনেক মানুষ স্যামসাং এর ফোন ব্যবহার করে। স্যামসাং এর ক্যামেরা কেমন কোন ফোনটার ক্যামেরা সব থেকে বেশি ভালো এটা হয়তো এখনো আমাদের দেশে অনেক মানুষ জানে না।
আমাদের দেশে যত ধরনের মোবাইল আছে বা কোম্পানি আছে সব থেকে উপরে আছে আইফোন আর স্যামসাং। স্যামসাং এর সব থেকে যে ফোনটার ক্যামেরা ভালো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আল্টা। এই ফোনের ক্যামেরার উপরে বাজারে এখনো এই স্যামসাং এর কোন ফোন আসেনি। এটার ক্যামেরা যেমন ভালো তেমনি দেখতে সুন্দর ফোনটা আবার ফোনটাও অনেক ভালো কিন্ত এই ফোনটার দামটা অনেক বেশি যা আমাদের দেশের সকল মানুষের কেনার মতো সার্মথ্য নাই। এখন আমাদের দেশে আরও অনেক এই রকম ফোন আসছে কিন্ত এই ফোনের সাথে এখনো পেরে উঠতে পারেনি।
ভালো ক্যামেরা চেনার উপায়
ক্যামেরা এখন আমাদের সবার কাছে থাকে। আগের এই ক্যামেরার ব্যবহার অনেক হতো কিন্তু মোবাইল ফোন আসার পরে ক্যামেরার ব্যবহার কমে গেছে। এখনো অনেক মানুষ আছে যারা ক্যামেরা কিনবে মনে করে কিন্তু কি ক্যামেরা ভালো কিভাবে চিনবে এটা এখনো অনেকে জানে না। ক্যামেরা কিনতে গেলে অব্যশই ক্যামেরা ব্যবহার করেছে এমন মানুষ সাথে করে নিয়ে যাতে হবে।
কারণ যে ক্যামেরা ব্যবহার করেনি তাকে দোকান যে কোন একটা ক্যামেরা দিয়ে বলতে পারবে যে এটা ভালো যে বুঝে না সে তখন সেটাই নিবে। তাই যখন ক্যামেরা কিনতে যাবেন তখন ক্যামেরা বিষয়ে জানে এমন একটা মানুষ সাথে নিবেন। আর আপনি যদি একা ক্যামেরা কিনতে যান তাহলে যেটা করবেন। প্রথমে ক্যামেরা অন করে দেখবেন ক্যামেরা ক্লিলিয়ার আছে কি?
ক্যামেরাতে কোন প্রকার সমস্যা হচ্ছে কি জুম করে জুম আউট করে সব ভাবেই দেখবেন তারপরে আপনার যদি মনে হয় এটা ভালো তখন সেটা নিবেন। আমাদের দেশে সবাই এখন কম বেশি মানুষ ফটোগ্রাফার হতে চায়। আপনি যদি ঠিক মতো ক্যামেরায় ছবি তুলতে পারেন তাহলে একটা ভালো ফটোগ্রাফার হতে পারবেন। তার আগে আপনাকে ভালো করে জেনে নিতে হবে ক্যামেরা সর্ম্পকে ধারনা নিতে হবে।
কোন ফোনের ক্যামেরা সবচেয়ে ভালো
আমরা সবাই জানি আমাদের দেশে সব থেকে ভালো ক্যামেরা হচ্ছে আইফোন ১৫ প্রো মেক্স। এই ফোনের উপরে এখনো কোন ফোন আসতে পারেনি। আইফোন ১৫ প্রো মেক্স আর স্যামসাং এস২৩ আল্টা এই দুইটা ফোনের উপরে এখনো কোন ধরনের ফোন আসতে পারেনি। এই ফােনের থেকে নিচে অনেক ধরনের ফোন আসছে। আমাদের দেশে বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির ফোন আসছে। যত দিন যাচ্ছে তত নতুন নতুন ফোন আসছে।
তবে স্যামসাং আর আইফোন এগুলো এখনো আমাদের দেশে প্রতিটা মানুষের হাতে দেখা যায়। আগে থেকেই এর ব্যবহার অনেক বেশি এই ফোন গুলোর পারফান্সেস অনেক বেশি ভালো। এই ফোন গুলোর পরে যেসব ফোন আছে শাওমি ,রিয়েলমি ,অপ্পো ,গুগোল পিক্সেল, সুন এক্সপেরিয়া এই ফোন গুলোর ক্যামেরা আগের থেকে অনেক বেশি ভালো আবার এই ফোন গুলো এখন কার বাজারে আগের তুলনায় অনেকে ভালো মারর্কেট পাচ্ছে। তবে সব ফোনের থেকে এখনো আমাদের দেশে আইফোন আর স্যামসাং এই ফোনের উপরে এখনো কোন ফোন আমাদের দেশে নাই।
লেখকের শেষ কথা
আজকে আমাদের পোস্টে লেখা হয়েছিল ডিজিটাল ক্যামেরা কিভাবে ওয়েবক্যাম হিসাবে কাজ করে। এছাড়াও কোন samsung galaxy এর ক্যামেরা সবচেয়ে ভালো ও সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপ সম্পর্কে। আপনারা যদি পুরো পোস্টটি পড়ে থাকেন তাহলে অবশ্যই এত সময় জেনে গেছেন ভাল ক্যামেরা চেনার উপায়। কোন ক্যামেরা সবচেয়ে ভালো এইসব বিভিন্ন ধরনের তথ্য আপনার জানা হয়ে গেছে। আমরা অনেকে আছে যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি।
কিন্তু ছবি তোলার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হয় একটি ভালো ক্যামেরা। ভালো ক্যামেরা হলে আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন। এছাড়াও ছবি তোলার জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ছবি তুললে আপনাকে এডিট করা লাগবে না ছবি একদম ইডিট করার মতন হয়ে যাবে। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url