power supply এর কাজ কি
প্রিয় পাঠক আমরা আজকে জানবো পাওয়ার সাপ্লাই এর কাজ কি ও মোবাইলের র্যাম এর কাজ কি আজকের আর্টিকেল আপনাদের জন্য। পাওয়ার সাপ্লাই হচ্ছে বিদ্যুতিক লোড প্রবাহের জন্য একটি ভোল্টেজ উৎস। র্যাম হচ্ছে একটি স্মার্ট ফোন কম্পিউটার ও ল্যাপটপের উৎস যেটি ছাড়া এগুলো কোনটাই চলে না। র্যাম হচ্ছে কত স্পিডে মোবাইল চলবে সেটি।
PSU পাওয়ার সাপ্লাই ইউনিট কম্পিউটারের একটি অন্যতম অংশ হচ্ছে পাওয়ার সাপ্লাই এর মূল কাজ হচ্ছে লোড নেওয়া।
ভূমিকা
পাওয়ার সাপ্লাই হচ্ছে বৈদ্যুতিক একটি যন্ত্র কে সরবরাহ করতে সাহায্য করে। আমাদের বাসা বাড়ি অফিস আদালত বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবহার করা হয়। তবে কম্পিউটারে পাওয়ার সাপ্লাই সবচেয়ে মেন অংশ। পাওয়ার সাপ্লাই ছাড়া কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন কোনটাই চলবে না। এছাড়াও ফোনের ram রোম মেমোরি এগুলো খুবই দরকার এগুলো ছাড়াও কোন কিছু চলবে না।
রোম ব্যবহার হয় ইলেকট্রিক ডিভাইসের জন্য। আমরা প্রত্যেক মানুষই ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করে থাকি। হয়তো ফোন নয়তো কম্পিউটার না হয় ল্যাপটপ ব্যবহার করে থাকি। আর এগুলোতে ram রোম মেমোরি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আসুন র্যাম রম ও পাওয়ার সাপ্লাই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নিই
power supply এর কাজ কি
পাওয়ার সাপ্লাই এই নামটা আমরা সবাই শুনেছি। পাওয়ার সাপ্লাই হচ্ছে একটি বৈদ্যতিক যন্ত্র এই পাওয়ার সাপ্লাই বৈদ্যতিককে সঠিক ভাবে সরবরাহ করতে সাহায্য করে। এই পাওয়ার সাপ্লাই আপনার আমার বাসার বৈদ্যতিক ভোল্টেজকে সঠিক ভাবে সাপ্লাই করে। অনেক সময় হয় কি যে বৈদ্যতিক থেকে যখন বেশি ভোল্টেজ হয়ে যায় তখন দেখবেন বাসার অনেক কিছু পুরে যায় বা নষ্ট হয়ে যায়।
আর পাওয়ার সাপ্লাই সেটাকে নিয়ন্ত্রনে রাখে। কখনো যদি ভোল্টেজ বেশি হয়ে যায় তখন সেই পেশারটা পাওয়ার সাপ্লাই আপনার সব কিছু থেকে রক্ষা করবে। এই পাওয়ার সাপ্লাই বেশি ব্যবহার হয় পিসি তৈরি করাল সময়। আমরা যখন পিসি তৈরি করতে যায় তখন আগে কিন্তু পাওয়ার সাপ্লাই এর কথা আসে। কারণ পাওয়ার থেকে আপনার পিসির জতো ইলেকট্রিক ডিভাইস থাকে সব গুলোতে সঠিক বৈদ্যতিক ভোল্টে সঠিক ভাবে সরবরাহ করবে এই পাওয়ার সাপ্লাই।
পাওয়ার হচ্ছে আপনার আমার কম্পউটারে বৈদ্যতিক শক্তি সরবরাহ করাল জন্য এটা একটা হার্ডওয়্যার হয়ে কাজ করে থাকে। এটি এসি পাওয়ার থেকে সরাসরি ডিসি পাওয়ারে কারেন্টকে রূপান্তর করে থাকে। কম্পিউটারে লাগানো পাওয়ার সাপ্লাই এটি ১০০ থেকে ২০০ উচ্চ এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে নিয়ে আসে। তারপরে আমাদের কম্পিউটারে সব যন্ত্রকে সঠিক ভারে ভোল্টে দিয়ে থাকে।
মোবাইলে ram এর কাজ কি
র্যাম এই নামটা সবাই জানি কিন্তু র্যাম এ কাজ কি এটা হয়তো সবার জানা নাই। র্যাম এটি আমাদের মোবাইল বা কম্পিউটারে যেসকল অ্যাপস বা যেসব ফাইল থাকে সেগুলো সঠিক ভাবে আপনার ফোনে রাখে। এই জিনিস গুলো রাখতে যে জায়গা লাগে সেটাই হচ্ছে র্যাম। এই র্যাম এগুলোকে ঠিক করে রাখে। র্যাম হচ্ছে একটি অস্থায়ী ডিভাইস। মোবাইলে র্যাম এর কাজ কি জানুন।
র্যাম এর পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আপনি কি মনে করেন যে শুধু মোবাইল ফোনে ব্যবহার করা হয়। র্যাম সাধারণত মোবাইল, কম্পিউটার, র্যাপটপ, ট্যাব, সকল প্রকার স্মাট ফোনে এই র্যাম ব্যবহার করা হয়ে থাকে। এই র্যাম যদি এগুলোতে দেওয়া না হতো তাহলে এই জিনিস গুলো আর চলতো না। এগুলো চলার র্যাম হচ্ছে একটি বড় ডিভাইস। আমরা যখন আমাদের ফোনে, কম্পিউটারে বা ল্যাপটপে কোনো সফ্টওয়ার ডাউনলোড করি তখন সেই সফ্টওয়ার গুলো যায়।
তখন সেই সফ্টওয়ার গুলো সব এই র্যামে জায়গা করে নেই। আর এই সব সফ্টওয়ার গুলো চালানোর জন্য অস্থায়ী র্যামের প্রয়োজন থাকে। আমাদের কম্পিউটার, ফোন, বা ল্যাপটপ চালানোর সময় যেসব সফ্টওয়ার গুলো চলে এগুলোর পিছনে এই র্যাম কাজ করে। র্যামকে ব্যবহার করেই এই সফ্টওয়ার গুলো চলে থাকে। আমরা যখন আমাদের কম্পিউটার বা ফোনে কোনো সফ্টওয়ার বা গেম রান করি তখন সেটা র্যামকে কেন্দ্র করে রান করে থাকে।
Ram কি ধরনের মেমোরি
র্যাম এটি হচ্ছে অস্থায়ী একটা মেমোরি। র্যাম এর পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সংক্ষেপে এটাকে আমরা র্যাম বলে থাকি। র্যাম এর কাজ হচ্ছে আমরা যেসকল কম্পিউটার ল্যাপটপ বা ফোন ব্যবহার তার মধ্যে যেসব সফ্টওয়ার গুলো থাকে সেগুলো সঠিক ভাবে রান করায়। র্যাম থেকে আমরা যেকোন ওয়বসাইটে খুব দ্রুত প্রবেশ করতে পারি এই কারণে এটার না হচ্ছে র্যাম।
র্যাম হলো কম্পিউটার এর সল্প মেয়াদি একটা ডিভাইস। র্যাম হচ্ছে আমাদের যেসব কম্পিউটার গুলো ব্যবহার করে থাকি তার মধ্যে প্রধান হচ্ছে এই র্যাম। আমরা যখন দোকানে কম্পিউটার বা ল্যাপটপ কিংবা ফোন কিনতে যায় তখন আগে কিন্তু র্যাম কত এটা জানতে চায়। র্যাম যত বেশি হবে তত আমাদের এই সব ইনপুট ডিভাইস গুলো ভালো ভাবে কাজ করবে।
আবার প্রতিটা সফ্টওয়ার খুব ইস্মুত ভাবে কাজ করবে। র্যামের মধ্যেই কয়েকটি প্রকার আছে একটা হচ্ছে Static র্যাম একটা Dynamic র্যাম সাধারণত র্যাম এই দুই প্রকার হয়ে থাকে। আমাদের কম্পিউটার ফোন বা ল্যাপটপ গুলোতে র্যাম যত বেশি এগুলো গতি কিন্তু তত বেশি হবে। কম্পিউটারের র্যামের কয়েকটি নাম আছে সেটা হচ্ছে ডিডিআর, এইচডিডি,সিডি,ডিভিডি।
রম এর কাজ কি
রম নামটা কেমন কিন্তু কাজ অনেক বড়। রম এর পুরো নাম Read-only memory সংক্ষেপে আমরা রম বলি। রম ব্যবহার করা হয় যেসব ইলেক্ট্রনিক ডিভাইস সেগুলোতে এই রম ব্যবহার হয়ে থাকে। রম এটাই আমাদের যে সকল তথ্য গুলো থাকে সেগুলোকে রাখা হয়। রম হচ্ছে বিভিন্ন হার্ডওয়ার এর মধ্যে যোগাযোগের বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশ থাকে রম।
এটি স্টোরেজ এর জন্য বিআইওএস ও অপারেশনের জন্য অনেক কিছু। রম আমাদের সফ্টওয়ার ধরে রাখে আবার লিখালিখির কাজে রম ব্যবহার হয়। রম বিভিন্ন প্রকারের হয় যেমন EPROM EEPROM MROM EAROM PROM এগুলো হচ্ছে রম এর প্রকার। রম শুধু কম্পিউটার, ল্যাপটপ গুলোতে ব্যবহার হয়ে থাকে। কিন্তু আমরা যে স্মাট ফোন ব্যবহার সেগুতে রম থাকে মেমোরি থাকে আর সেটার নাম ফ্ল্যাশ মেমােরি।
এগুলো যেসব ফাইল বা যেকোন কিছু রাখলে সেগুলো চেন্জ করা অপরিহার্য হেয়ে যায়। রম যত বেশি হবে তত আমাদের জিনিস গুলো ভালো ও ফাস্ট কাজ করবে। মনে করেন না যে এটার কাজ নাই এটাও একটা ডিভাইস যেটা না থাকলে আমরা কম্পিউটার, ফোন ব্যবহার করতে পারব না। রম কম্পিউটার চালু বা সাটডাউন করতে ব্যবহার করা হয়।
মাদারবোর্ড এর কাজ কি
মাদারবোর্ড নামটা শুনলে সবাই এইটা কি কাজ হয় এগুলো ভাবি। মূলত মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার এমন ডিভাইস যেটার মাধ্যমে কম্পিউটারের প্রতিটা সার্কিটে লাইন যায় বা এটাকে বলা হয় একটা সার্কিট বোর্ড। আমরা সবাই মাদারবোর্ডকে মেইন হিসেবে জানি। এই মাদারবোর্ডকে ব্যবহার করে আমারা কম্পিউটারের সকল যন্ত্রাংশে একটার সাথে আরেকটার সংযুক্ত করা হয়। আমাদের দেশে বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড পাওয়া যায়।
যেমন আসুস, গিগাবাইট, ইসোনিক, এখন আরও অনেক কোম্পানি এসেছে আমাদের দেশে। কম্পেউটারে আমরা যেসকল ডিভাইস গুলো ব্যবহার করে থাকি তার মধ্যে মাদারবোর্ড হচ্ছে মূল। এই মাদারবোর্ড থেকেই প্রতিটা যন্ত্রের সাথে সংযুক্ত হয়। এর কাজ হচ্ছে কম্পিউটারে থাকা প্রতিটা যন্ত্রাংশে ইলেকট্রিক যোগাযোগ করে দেয়া। আর এই মাদারবোর্ড একটা কোন কিছু যদি ঠিক মতো কাজ না করে তাহলে আমাদের কম্পিউটার গুলো সাথে সাথে বন্দ হয়ে যাবে।
মাদারবোর্ড মূলত ৫ প্রকার হয় ১.স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড, ২. মাইক্রো এটিএক্স মাদারবোর্ড, ৩. মিনি আইটিএক্স মাদারবোর্ড ৪. ন্যানো আইটিএক্স মাদারবোর্ড, ৫. পিকো আইটিএক্স মাদারবোর্ড। একটা ভালো মাদারবোর্ড আমরা দিঘ্য দিন ব্যবহার করতে পারি। মাদারবোর্ড সহজে নষ্ট হয় না আবার একটা কোন কিছু নষ্ট হলে পুরো মাদারবোর্ড ফেলে দিতে হবে।
লেখকের মন্তব্য
প্রিয় গ্রাহক ত সময় হয়তোবা জেনে গেছেন র্যাম রোম ও মাদারবোর্ডের কাজ কি আমাদের কি কাজে লাগে এছাড়াও ram কি ধরনের মেমোরি বিভিন্ন ধরনের তথ্য জেনে গেছেন। আমরা সবাই ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করে থাকি। ফোন কম্পিউটার অথবা ল্যাপটপ গুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের র্যাম রোম মেমোরি লাগেই। এগুলো ফোনের সাথে থাকে কিন্তু আমরা জানিনা কোনটার কি কাজ। তবে এত সময়ে জেনে গেছেন কোনটার কি কাজ। আমার লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url