বৃষ্টির দিন কিভাবে উপভোগ করা যায়
বৃষ্টির দিন কিভাবে উপভোগ করা যায় ও বৃষ্টির দিনে কি খেতে ভালো লাগে হয়তো বা অনেকের মনে ধারণা নেই আসুন তাহলে জেনে নিন। বৃষ্টি মানেই একটি ভালো মুহূর্ত উপভোগ করা এছাড়াও বৃষ্টির দিনে বিভিন্ন রাস্তাঘাট কাদা পানিতে ভরে যায় বৃষ্টির দিনে বের হতে হলে অবশ্যই ছাতা নিয়ে বের হতে হয় ছাতা নিয়ে বের হওয়ার একটু মজাই আলাদা বৃষ্টির দিনে বৃষ্টির দিনে সাধারণত আমরা খিচুড়ি খেতে বেশি পছন্দ করি।
জানালার ধারে বসে থেকে বৃষ্টি উপভোগ করা আসলে ছোটকালের স্মৃতিগুলো মনে হয়ে যায়। বৃষ্টির দিনের দিনগুলো বসে থেকে ঘরে কাটানো যায় যেমন লুডু খেলে ক্যারাম খেলে।
বৃষ্টির দিন কিভাবে উপভোগ করা যায়
বৃষ্টির দিন সাধারণত বসে থেকে ঘরের মানুষের সাথে আনন্দে কাটানো যায়। এছাড়াও ঘরে বসে আপনি সিনেমা দেখতে পারেন মজার মজার কার্টুন দেখতে পারেন বাসার সবার সাথে মিলে অথবা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে তা একসাথে খেতে পারেন। বৃষ্টির দিনে বের হলে ছাতা নিয়ে বের হতে খুব মজা লাগে রাস্তাঘাট একদম পানি ও কাদাতে ভরে থাকে।
দৈনন্দিন জীবনে হয়তোবা সবাই ব্যস্ত থাকে তবে বৃষ্টির সময় হলে সবাই এক ঘরে বসে থেকে সময় কাটানোর ব্যাপারটা একটু অন্যরকম আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবার সাথে আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিনে বাইরে বের হতে মন চায় না যদিও বা মন চায় তাহলে সবাই মিলে একটু ছাতা নিয়ে বৃষ্টির পানিতে ভিজতে মন চাই। বৃষ্টির সময় বসে থেকে আপনি টিভি দেখতে পারেন অথবা বই পড়তে পারেন বই পড়লেও অনেক বেশি ভালো লাগে।
এছাড়াও বাসাতে বসে থেকে বিভিন্ন ধরনের খাবার আইটেম বানিয়ে আত্মীয়-স্বজন সবাই একসাথে সেটি খেতে অনেক মজা লাগে। রুমে বসে থেকে সবাই মিলে দাবা খেলা যায় ও ক্যারাম খেলা যায় এছাড়াও সিনেমা দেখা যায়। বৃষ্টির দিনে সবাই মিলে একসাথে চা পার্টি খুব বেশি ভালো লাগে এছাড়াও বৃষ্টির দিনে গায়ে কম্বল মুড়িয়ে শুয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে।
বাইরে অনেক বৃষ্টি আর রুমের মধ্যে কাঁথা গায়ে দিয়ে ঠান্ডা একটা আবহাওয়া ওর মজাটাই আলাদা। রুমের জানালা খুলে বৃষ্টি দেখতে একটি অন্যরকম মজা লাগে আপনি যদি বৃষ্টির সময় রুমে জানালা খুলে বৃষ্টি দেখেন তাহলে অনেক ভালো লাগবে। বৃষ্টি আমরা সবাই পছন্দ করে বৃষ্টি যদি টিপটিপ করে পড়ে তাও ভাল লাগে আবার যদি বৃষ্টি জোরে জোরে পড়ে তাও বেশি ভালো লাগে। এভাবেই বৃষ্টির দিন উপভোগ করা যায়।
বৃষ্টির দিনে কি খেতে ভালো লাগে
বৃষ্টির দিনের রুমে বসে থেকে অনেক রকমের জিনিস খেতে ইচ্ছা করে এছাড়া বই পড়তে ইচ্ছা করে লুডু খেলতে ইচ্ছা করে কেরাম খেলতে ইচ্ছা করে আত্মীয়-স্বজন সবার সাথে একসাথে বসে আড্ডা দিত ভালো লাগে অনেক গল্প করতেও ভালো লাগে। বৃষ্টির সময় একসাথে বন্ধু বান্ধব মিলে কাটানো আড্ডা দেওয়া খুবই একটি আনন্দর বিষয় ও মুহূর্তটা অনেক সুন্দর হয়ে থাকে দৈনন্দিন বাস্তবতার কারণে হয়তো বা অনেকেই প্রিয়জনদের সাথে দেখা হয় না তবে বৃষ্টির সময় দেখা হয় সবার সাথে।
মুড়ি বৃষ্টির দিনের সবচেয়ে বেশি ভালো লাগে সবার সাথে মিলে মুড়ি মাখা খেতে ঝাল ঝাল করে মুড়ি মাখা খেতে সবাই পছন্দ করে তবে যেকোনো সময়ের থেকে বৃষ্টির সময়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে বাইরে বৃষ্টি এবং ঘরে বসে থেকে মুড়ি খাওয়া অনুভূতিটা একটু অন্যরকম।
চা আমরা বাঙালিরা সবাই চা প্রেমি চা পেলে আমাদের আর কিছু লাগে না। তবে সব সময়ের থেকে যদি বৃষ্টির সময় চা খাওয়া হয় তাহলে খুব ভালো লাগে বাইরে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি এবং গরম গরম চা খুবই মজাদার হয়ে ওঠে পরিবারের সবাই মিলে একসঙ্গে চা আড্ডাটা অনেক জমে যায়।
খিচুড়ি বৃষ্টির দিনে সবচেয়ে বেশি মন মুগ্ধকর ও মজাদার খাবার হচ্ছে খিচুড়ি। খিচুড়ির খেতে আমরা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করি। বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ও রুমের মধ্যে খিচুড়ি পরিবারের সবাই মিলে একসাথে সিনেমা দেখা ও খিচুড়ি খাওয়া ব্যাপারটা অন্যরকম খিচুড়ির সাথে যদি হয় বেগুন ভাজা ও ইলিশ মাছ তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।
এছাড়াও বৃষ্টির দিনে বিভিন্ন ধরনের খাবার খাওয়া যেতে পারে বৃষ্টির দিনে ভাজাপোড়া এতে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজু কিংবা বেগুনি বিভিন্ন ধরনের খাবার খেতে অনেক বেশি মজা লাগে বৃষ্টির দিনে কফি ও অনেক বেশি মজাদার বৃষ্টি দিনের সবাই একসাথে বসে থেকে কফি খাওয়া সবচেয়ে বেশি মজাদার তবে কফি বাজার আমাদের শরীরের জন্য খুবই ভালো। এছাড়াও বৃষ্টির দিনের সালাত খেতে পারেন ফুড সালাদ ভাজাপোড়া না খেয়ে আপনি যদি ফুড সালাদ খান তাহলে সেটি আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে।
বৃষ্টি হলে কি ভালো হয়
বৃষ্টির পানি অনেক বেশি উপকারী বৃষ্টির পানি আমাদের চুলের জন্য খুবই ভালো চুল পরিষ্কার রাখে এছাড়াও বৃষ্টির পানি আপনি যদি পান করেন তাহলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। এছাড়া বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজা যায় বৃষ্টিতে ভেজা হচ্ছে সুন্নত। আকাশের রোদ থেকে যদি মেঘ হয় তারপর যদি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা যায় তাহলে সবাই মিলে একসাথে সময় কাটানো যায় ।
আত্মীয়-স্বজন মা-বাবা ভাই বোন সবার সাথে একসাথে কাটানো যায় বৃষ্টির সময় সবাই ছুটিতে বাসায় থাকে সেজন্য বৃষ্টি হলে ভালো লাগে। বৃষ্টির সময় একসাথে বসে খিচুড়ি কিংবা চা মুড়ি খাওয়া হয় এতে মন ভালো থাকে এছাড়াও বিভিন্ন ধরনের গল্পের বই পড়লেও অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিনে কোন গরমের অনুভূতি থাকে না মেঘলা দিনটা সবাই পছন্দ করে মেঘলা দিনে ঘুমটা অনেক বেশি ভালো হয়।
আর বন্ধু-বান্ধবের সাথেও বৃষ্টির দিন কাটানো যায়। বেশি দিনে গাছপালার সবকিছু একদম সবুজে উজ্জ্বল হয়ে যায় এছাড়া গাছের নিচে বালিও পানি জমে থাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। এছাড়া বৃষ্টির পানি আমাদের বিভিন্ন ধরনের ইনফেকশন খুব সহজে দূর করে দেয়। বৃষ্টির পানিতে থাকে ভিটামিন বি যা বিভিন্ন ধরনের জীবাণু দূর করতে খুবই উপকারী।
চর্মরোগে যাদের সমস্যা রয়েছে তারা বৃষ্টির পানিতে ভিজতে পারেন ভিজলে বিভিন্ন ধরনের চুলকুনি ও ফুসকুড়ি বের হয় না এছাড়া ত্বকের জন্য বৃষ্টির পানি খুবই ভালো বৃষ্টির পানিতে ভিজলে ত্বক উজ্জ্বল থাকে বৃষ্টির পানিতে ভেজা ভালো তবে ১০ থেক ১২ মিনিটের বেশি ভেজা অতীত নয় তাহলে বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত সমস্যা হতে পারে।
বৃষ্টির দিনের অনুভূতি
বৃষ্টি মানেই ভালোলাগা আমরা জানি ।বৃষ্টি সবাই কম বেশি পছন্দ করে বৃষ্টির দিনে রুমের মধ্যে বসে থেকে বিভিন্ন ধরনের খাবার খাওয়া যায় বিভিন্ন ধরনের গেমস খেলা যায় এছাড়া আত্মীয় স্বজন সবার সাথে আড্ডা দেওয়া যায় মুভি দেখা যায় ফুচকা খাওয়া যায় বাদাম খাওয়া যায় বৃষ্টি যেমন দেখতে ভালো লাগে ঠিক তেমনি বৃষ্টির দিনও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে।
বৃষ্টির দিনে বন্ধুদের সাথে একসাথে আড্ডা দেওয়া যায় এছাড়াও বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে বৃষ্টির সময় ছাতা নিয়ে ঘুরতে ভালো লাগে বাইরে বৃষ্টি রাস্তাঘাট একদম বৃষ্টিতে ভরা কাদা বালিতে এছাড়াও গাছপালা একদম সবুজ হয়ে যায় গাছের নিচে থাকে পানি দেখতে অনেক বেশি ভালো লাগে এছাড়াও বৃষ্টি দেখে বিভিন্ন ধরনের কবিতার কথা মনে পড়ে।
বৃষ্টির দিনে আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগে আকাশের দিকে তাকালেই আকাশের সৌন্দর্য টা দেখা যায় এছাড়াও কচুর পাতা দেখতে বেশি ভালো লাগে কচুর পাতাতে পানি জমে থাকে। কারো কারো কাছে বৃষ্টি মানেই চায়ের আড্ডা অথবা খিচুড়ি খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা ও বেগুন ভাজা খেতে অধিকাংশ মানুষই পছন্দ করে বৃষ্টির দিনে জানালা দিয়ে বৃষ্টি দেখতে অনেকে ভালোবাসে।
জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে খুব বেশি ভালো লাগে। এছাড়াও বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে বৃষ্টির দিনে বৃষ্টিতে ভেজার অনুভূতিটাই একটু অন্যরকম বৃষ্টিতে ভিজলে মন ভালো হয়ে যায়। এক কথায় বলতে গেলে বৃষ্টির দিনে অনুভূতিটাই একটু সবচেয়ে বেশি আলাদা ও মজাদার।
বর্ষাকাল কেন ভালো লাগে
বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ তবে এই ছয় ঋতুর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে বর্ষাকাল বর্ষাকালের সব জায়গাতেই শুধু পানি পানিতে ভরে থাকে। বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্য একটু অন্যরকম লাগে প্রকৃতি দেখতে ভালো লাগে বর্ষাকালে বৃষ্টিতে বসে রবীন্দ্রনাথের অনেক কবিতার কথা মনে পড়ে যায় এছাড়াও বিভিন্ন কবিতার কথা মনে পড়ে যায় বৃষ্টির সময় জানালা দিয়ে বৃষ্টি দেখার অনুভূতিটাই অন্যরকম লাগে।
বর্ষাকালে অনেকেরই মন খারাপ হয়ে যায় কারণ বর্ষাকেলে তবে আপনার যদি বৃষ্টির দিনে মন খারাপ হয়ে থাকে তাহলে আপনি আপনার আত্মীয়-স্বজন সবার সাথে বসে থেকে আড্ডা দিলে আপনার মন ভালো হয়ে যাবে এছাড়াও যদি ব্যায়াম করেন তাহলে শারীরিক সুস্থতা ভালো থাকবে। বৃষ্টির দিনে অনেক বেশি ঘুম হয়। বৃষ্টি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন তার কবিতাগুলো বৃষ্টির সময় বসে থেকে পড়তে অনেক বেশি ভালো লাগে।
প্রকৃতির একটি আলাদা সৌন্দর্য হচ্ছে বর্ষাকাল বা বৃষ্টির দিন বৃষ্টির দিনে বাইরের রাস্তাঘাট একেবারে পানিতে ভরে থাকে বৃষ্টির আরেক নাম আমরা সবাই জানি ভালোবাসা বৃষ্টিতে ভিজতে কর না ভালো লাগে কমবেশি সবাই পছন্দ করে। বৃষ্টি দেখে ছোটবেলার কথা অনেকের মনে পড়ে যায় কারণ ছোট থাকতে সবাই একসাথে বৃষ্টিতে ভেজা বৃষ্টির সময় দৌড়াদৌড়ি করা বিভিন্ন রকমের স্মৃতি মনে পড়ে যায়। বৃষ্টির দিনে বসে থেকে সিনেমা দেখতে খুব বেশী ভালো লাগে। বর্ষাকাল মানেই ভালোলাগা আমরা জানি বর্ষাকাল আসলেই আমাদের হারিয়ে যাওয়া ছোটবেলাকে মনে হয় ফিরে পাই।
লেখক মন্তব্য
বৃষ্টি মানেই ভালোলাগা বৃষ্টির দিনে রুমের মধ্যে বসে থেকে বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছা করে এছাড়া ব্যায়াম করতে ইচ্ছা করে লুডু বিভিন্ন ধরনের গেম খেলতেও অনেক বেশি ইচ্ছা করে এছাড়া আত্মীয়-স্বজন সবার সাথে আড্ডা দিতে ভালো লাগে সিনেমা দেখার কবিতা পড়া সবকিছুই ভালো লাগে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে জানালা দিয়ে বৃষ্টি দেখতে ভালো লাগে এছাড়া প্রকৃতি অনেক সুন্দর থাকে সেটি দেখতেও ভালো লাগে।
বৃষ্টি ভিজতে অনেকে বেশি পছন্দ করেন বৃষ্টির পানি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তবে বৃষ্টিতে দশ থেকে বারো মিনিটের বেশি ভেজা উচিত নয় সর্বশেষে বলা যায় বৃষ্টিতে কম ভিজাই ভালো যদি বেশি ভিজেন তাহলে সর্দি কাশি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মিষ্টি সম্পর্কে আমার লেখা যদি আপনাদের ভালো লাগে তবে নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
Setu24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url